চুঁচুড়ার সবজি বাজারে ব্যাগ হাতে রচনা, ঘুরে ঘুরে ঝুলিতে কী কী পুড়লেন ‘দিদি নম্বর ওয়ান’?

চুঁচুড়ার সবজি বাজারে ব্যাগ হাতে রচনা, ঘুরে ঘুরে ঝুলিতে কী কী পুড়লেন ‘দিদি নম্বর ওয়ান’?

imagesmissing

 চুঁচুড়া:  ভোট প্রচারের ফাঁকে বুধবার সকালে চুঁচুঁড়ার বাজারে ঢুকে পড়লেন ‘দিদি নম্বর ১’৷ বেছে বেছে নিজের হাতে মাছ আর সব্জি কিনলেন তৃণমূলের তরকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। জনসংযোগ সেরে ব্যাগভর্তি মাছ আর নানাবিধ সব্জি কিনলেন তিনি৷ যদিও তাঁর কথায়, এটা জনসংযোগ বা প্রচারের অংশ নয়। তিনি বাজার করতে ভালোবাসেন বলেই এসেছে৷ রচনা বলেন, ‘‘আমি বাজার করতে বড্ড ভালবাসি। তবে রান্নাটা মাসিই করেন।’’ বলেই চেনা হাসি দেখা যায় তাঁর মুখে৷ 

এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে উপলক্ষে চুঁচুড়া কাঠগোলায় বিশ্বকবির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তৃণমূল প্রার্থী। সেখান থেকে সোজা ঢুকে পড়েন মল্লিক কাশেম হাটে। বাজার থেকে আলু, পেঁয়াজ, আদা ছাড়াও বেশ কয়েক রকম সব্জি চটপট কিনে নেন ‘দিদি নম্বর ওয়ান’। এদিকে, অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থীকে দেখতে তখন ভিড় জমেছে বাজারে৷ শুধু সব্জিই নয়, বেছে বেছে মাছও কেনেন তিনি। ঘুরে দেখেন গোটা বাজার। এর পর আম কিনতে যান রচনা। দিদি নম্বর ১-কে সামনে থেকে দেখে তখন আপ্লুত দোকানদার৷  বেশি করে আম দিতে যেতেই তিনি চেঁচিয়ে ওঠে বলেন, ‘‘আর না, আর না।’’ দোকানদার অবশ্য হাসতে হাসতে ব্যাগে বেশ কয়েকটা আম বেশি করেই ভরে দিয়েছেন। তারপর হাসিমুখে বলেন, ‘‘আবার আসবেন।’’ রচনাও মাথা নেড়ে সম্মতি জানান৷ 

ad 728x90 1

ad 728x90 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *