ভোলেবাবার অনুষ্ঠানে পদপিষ্টদের পরিবারের কাছে রাহুল, দিলেন বড় আশ্বাস

হাথরাস: উত্তরপ্রদেশের হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১২১ জনের৷ সেই দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল…

rahul hathras

হাথরাস: উত্তরপ্রদেশের হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১২১ জনের৷ সেই দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুক্রবার সকালে আলিগড়ে পৌঁছে শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। মৃতদের পরিবারকে সাহায্যের আশ্বাসও দেন রাহুল গান্ধী। কীভাবে এই ঘটনা ঘটল, সেই বিষয়েও জানার চেষ্টা করেন রাহুল।

আলিগড়ের নবীপুর খুরদ এবং পিলখানা গ্রামে গিয়ে মৃত শান্তি দেবী এবং মঞ্জু দেবীর পরিবারের সঙ্গে দেখা করেন রাহুল। পরে শান্তি ও মঞ্জু দেবীর পরিবারের সদস্যরা সংবাদসংস্থাকে জানান, রাহুল গান্ধী তাঁদের আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

হাথরাস পৌঁছে শোকাহতদের সকলের কথা মন দিয়ে শোনেন রাহুল। সংসদে এই ইস্যু তিনি তুলে ধরবেন বলেও জানান। রাহুলের সাফ কথা, ‘‘আমি কোনও রাজনীতি করতে চাই না। তবে এই ঘটনায় প্রশাসনের যে একটা বড় ভুল রয়েছে তাতে কোনও সন্দেহ নেই। আমি চাইব রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যেন সকল ভুক্তভোগীদের সবদিক থেকে সাহায্য করুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *