মালদা: ভোট আবহে ফের বিতর্ক। বিজেপিকে রুখতে তৃণমূলকে সমর্থনের আর্জি জানিয়ে রাহুল গান্ধীর চিঠি ভাইরাল হতেই শোরগোল রাজনীতিতে। ভাইরাল হয়েছে মালদহ দক্ষিণ আসনের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরির একটি হোয়াটস অ্যাপ চ্যাটও।
ঈশা খান চৌধুরির একটি হোয়াটস অ্যাপ চ্যাট সম্প্রতি সামনে এনেছে তৃণমূল। সেই সঙ্গে ঈশাকে লেখা কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধীর একটি চিঠিও ভাইরাল করা হয়েছে। ভাইরাল চ্যাটে, প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলমকে কংগ্রেস নেতা ঈশা খান চৌধুরী বিজেপি-কে আটকাতে তৃণমূলকে সমর্থন করার কথা বলছেন। আবার একই আবেদন করে একটি চিঠি নিজেদের বিভিন্ন সোশাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল। তৃণমূলের দাবি, ঈশাকে লেখা চিঠিটি রাহুল গান্ধীর। ভোটের আবহে এই চ্যাট ও চিঠির ছবি ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
যদিও বিষয়টি ফেক বলেই জানিয়েছেন মালদা দক্ষিণ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী। ভাইরাল হওয়া চিঠি ও চ্যাটের সত্যতা যাচাই করেনি আজ বিকেল।