গরিব পরিবারের একজন করে মহিলার অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা বছরে! প্রচারে প্রতিশ্রুতি রাহুলের

গরিব পরিবারের একজন করে মহিলার অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা বছরে! প্রচারে প্রতিশ্রুতি রাহুলের

rahul

জয়পুর: জলে উঠেছে ভোটের বাজার৷ উঠেছে প্রতিশ্রুতির ঝড়৷ ক্ষমতা দখলে মরিয়া লড়াই শুরু করেছে প্রায় সবকটি রাজনৈতিক দল৷ সেই লড়াইয়ে পিছিয়ে নেই শতাব্দী প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসও৷  ক্ষমতায় এলে দেশ থেকে দারিদ্র ঘোচানোর প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস৷ দেশের প্রতিটি দরিদ্র পরিবারের একজন করে মহিলা সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিলেন রাহুল গান্ধী। রাজস্থানের জনসভা থেকে এই প্রতিশ্রুতি দিলেন ওয়ানাড়ের বিদায়ী সাংসদ। তাঁর কথায়, ‘‘ক্ষমতায় এলে এক ঝটকায় দেশ থেকে দারিদ্র মুছে দেওয়া হবে।” যদিও কংগ্রেসের ইস্তেহারে আগেই এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বিকানিরের অনুপগড়ের জনসভা থেকে ফের সে কথা মনে করিয়ে দিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি।

কংগ্রেসের প্রাক্তন সভাপতি এদিন বলেন, ‘‘ কংগ্রেস সরকার গড়লে দেশের প্রত্যেক গরিব পরিবারের এক জন করে মহিলা সদস্যের অ্যাকাউন্টে বছর এক লক্ষ টাকা পাঠাবে। আপনি যদি দারিদ্রসীমার নীচে বসবাস করেন, তা হলে আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকবে ৮,৫০০ টাকা৷  এক ঝটকায় আমরা হিন্দুস্তান থেকে দারিদ্র মিটিয়ে ফেলব।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 6 =