বক্ষবিভাজিকা থেকে উন্মুক্ত নাভি, হট ছবিতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন রাইমা

বক্ষবিভাজিকা থেকে উন্মুক্ত নাভি, হট ছবিতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন রাইমা

কলকাতা:  অনেকেই তাঁর মধ্যে খুঁজে পান মহানায়িকা সুচিত্রা সেনের ঝলক৷ তাঁর স্টাইল স্টেটমেন্ট বরাবরই নজর কাড়া৷ হালফিলের স্টাইলে আরও একবার গা ভাসালেন রাইমা সেন৷ ধরা দিলেন বোল্ড অবতারে৷ যা এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড৷ 

আরও পড়ুন- সৌরভের বায়োপিক নিয়ে চুক্তি সই

রাইমা

নয়া ফটোশ্যুটে খোলামেলা অবতারে ক্যামেরায় ধরা দিয়েছেন রাইমা৷ তাঁর হট লুকে মন কেড়েছে ভক্তদের৷ সঙ্গে রয়েছে সাবেকিয়ানাও৷ যা দেখে মনে পড়ে গিয়েছে সুচিত্রা সেনকে৷ তাঁর একাধিক ফটোশ্যুটের দুর্দান্ত সব ছবিতে সোশ্যাল মিডিয়ার পাতাই যেন হয়ে উঠল রাইমাল পোর্টফোলিও৷ 

রাইমা

ট্রেন্ডি লুকে দুই বোন রিয়া এবং রাইমা একে অপরকে টেক্কা দেন৷ তবে আপাতত বাজিমাত করেছে রাইমার ট্রেন্ডি লুক৷ পাশাপাশি রাইমার হট লুকের একাধিক ছবিও ঘুম কেড়েছে নেটিজেনদের৷ বেশ কিছু ছবিতে বিতর্কেও জড়িয়েছেন রাইমা৷ সিগারেট মুখে তাঁর ছবি সমালোচিত হয়েছিল বেশ৷ সম্প্রতি তারিখ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে রাইমাকে৷ যেখানে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে৷ জিতে নিয়েছে একাধিক পুরস্কারও৷ 

রাইমা

এবার আসছে পুজো৷ তার আগে বিজ্ঞাপনের হরেক কাজ৷ রয়েছে একের পর এক ফটোশ্যুট৷ যা নিয়ে বেজায় ব্যস্ত নায়িকা৷ সম্প্রতি একটি ম্যাগাজিনের কভারের জন্যেও শ্যুট করেছেন তিনি৷ মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন সেই সকল ফটোশ্যুটের ছবি৷ যা পোস্ট হতেই ভাইরাল৷ তাঁর লাস্যময়ী চাবুক ফিগার ঝড় তুলেছে নেট পাড়ায়৷ খোলা মেলা পোশাকে তিনি যে বরাবরই সাবলীল তা আরও একবার প্রামণ করেছেন অভিনেত্রী৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 2 =