কলকাতা: অষ্টমীর সকালে পুজোর আনন্দ মাটি করেছে অসুর বৃষ্টি৷ বিকেলে কি হবে? তবে কি বিকেলেও বৃষ্টি নেমে মাটি হবে ঠাকুর দেখা? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ঘণ্টা তিনেক শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হওয়া।
আরও পড়ুন- পুজোর আনন্দে ভাসছে গোটা বাংলা, ধর্না মঞ্চে লড়াই চলছে চাকরিপ্রার্থীদের
হাওয়া অফিস জানিয়েছে, অষ্টমীর বিকেলে ৪টে ১৫ মিনিটের পর থেকে কলকাতার বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হবে। সেই সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। পুজোর আনন্দে মাতোয়ারা শহরবাসীকে যতটা সম্ভব নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে৷
শহরের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হলে ঠাকুর দেখায় ভাটা তো পড়বেই৷ অষ্টমীতে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের আট এবং দক্ষিণের চার জেলায়৷ দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। আকাশের মুখ গোমড়াই থাকবে৷ কয়েক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। যারে জেরেই সোম থেকে বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বৃষ্টি হবে নবমীতেও৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>