আর মাত্র ক’দিন, এর পরই ঝেঁপে নামবে বৃষ্টি, স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস

আর মাত্র ক’দিন, এর পরই ঝেঁপে নামবে বৃষ্টি, স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস

imagesmissing

কলকাতা: সকাল হতেই আকাশ থেকে যেন ঝরে পড়ছে আগুনের গোলা৷ ঘরের বাইরে পা রাখাই দায়৷ বেলা একটু বাড়তেই তীব্র গরম৷ তাপপ্রবাহে একেবারে ঝলসে যাওয়ার উপক্রম৷ টানা গরমে যখন অস্থির বঙ্গবাসী, তখন মিলল  স্বস্তির খবর৷ হাওয়া বদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর৷ মাস পড়লেই তাপমাত্রা কমবে বলে মিলল আশ্বাস। আর কয়েকটা দিন তাপপ্রবাহের জ্বালা সহ্য় করে নিন৷ শনিবার থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা পশ্চিমবঙ্গে। সপ্তাহান্তে নামবে বৃষ্টি৷ 

যদিও  মে মাসের প্রথম দিনেও আগুন ঝরবে৷ দক্ষিণবঙ্গের ছয়টি জেলায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে৷ শনিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে৷ রবিবার বা সোমবার থেকে বৃষ্টি নামতে পারে দক্ষিণবঙ্গে৷ রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস৷ যা কিনা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি বেশি৷ সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি বেশি। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াস৷ তবে সকলকে ছাপিয়ে গিয়েছে কলাইকুণ্ডা৷  শুক্র ও শনিবার দেশের উষ্ণতম স্থান ছিল এটি৷ 

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ৫ মে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে৷ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করলেই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। তবে বৃষ্টি নিয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি৷ আগামী ২ মে পর্যন্ত জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

ad 728x90 1

ad 728x90 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *