করোনায় আক্রান্ত পরিচালক রাজ চক্রবর্তী, পরীক্ষা হবে অন্তঃসত্ত্বা শুভশ্রীরও

কলকাতা: করোনা আক্রান্ত পরিচালক রাজ চক্রবর্তী। সোমবার দুপুরে টুইট করে নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর দেন তিনি। পরিচালক জানিয়েছেন, তাঁর বাবাকে সম্প্রতি হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। যদিও তাঁর বাবার করোনা রিপোর্ট নেগেটিভ। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানা গিয়েছে। 

কলকাতা: করোনা আক্রান্ত পরিচালক রাজ চক্রবর্তী। সোমবার দুপুরে টুইট করে নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর দেন তিনি। পরিচালক জানিয়েছেন, তাঁর বাবাকে সম্প্রতি হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। যদিও তাঁর বাবার করোনা রিপোর্ট নেগেটিভ। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানা গিয়েছে। 

টুইটে রাজ চক্রবর্তী লিখেছেন, “আমার করোনা ধরা পড়েছে। আমারর বাবাকে সম্প্রতি হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। হাসপাতালে থাকাকালীন তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হয় দু'বার। কিন্তু দু'বারই সেই রিপোর্ট নেগেটিভ আসে। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। আমার পরিবারের বাকি সদস্যদেরও করোনা পরীক্ষা করা হবে।” বাকিদের মধ্যে পড়ছেন স্ত্রী শুভশ্রীও। সম্ভবত পরের মাসেই তাঁর ডেলিভারি ডেট। এর মধ্যে রাজের করোনা আক্রান্তের খবরে ভেঙে পড়েছেন তিনি। তার উপর আগত সন্তানকে নিয়েও চিন্তা ভাবনা করছেন তিনি। আশঙ্কায় তটস্ত গোটা চক্রবর্তী পরিবারও।

অন্য দিকে, সোমবারই টুইটে ফের নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করেন শুভশ্রী। তিনি লেখেন, কারও লাথি এতটা আনন্দ দিতে পারে আগে জানতাম না। সেপ্টেম্বরে শুভশ্রীর মা হওয়ার কথা। তার মধ্যে রাজ চক্রবর্তীর করোনা আক্রান্তের খবর। এই খবরে যে রাজের পরিবারের দুশ্চিন্তা বাড়বে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। কয়েক মাস আগেই রাজের আবাসনে এক ব্যক্তির করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। রাজের টুইটটি দেখার পর ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − ten =