নবান্নের সুপারিশে সিলমোহর, রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব সিনহা

নবান্নের সুপারিশে সিলমোহর, রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব সিনহা

কলকাতা: দীর্ঘ টানাপড়েন শেষে রাজ্য নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা৷ প্রাক্তন এই আইএএস অফিসারের নামেই অনুমোদন দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন থেকে ফাইল পাঠানো হচ্ছে নবান্নে৷ 

আগেই রাজীব সিনহার নাম সুপারিশ করেছিল রাজ্য সরকার। কিন্তু দীর্ঘদিন সেই ফাইলে সই না করে ফেলে রেখেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আরও নাম পাঠানোর কথা বলা হয়েছিল রাজভবনের তরফে। দীর্ঘ টালবাহানার পর রাজীবের নামেই সিলমোহর দিল রাজভবন। সই করার পর নবান্নে ফাইল পাঠিয়ে দেওয়াও হয়েছে। এদিকে, সামনেই পঞ্চায়েত নির্বাচন৷ তার আগেই নতুন নির্বাচন কমিশনার পেলয়ে গেল রাজ্য। বুধ অথবা বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ করার কথা তাঁর৷  রাজীবের নেতৃত্বেই হবে পঞ্চায়েত নির্বাচন৷ 

গত ২৮ মে-র পর থেকেই রাজ্যে নির্বাচন কমিশনারের পদ ছিল ফাঁকা৷ রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের কার্যকালের মেয়াদ শেষ হয়ে গিয়েছে৷ রাজ্যে নতুন রাজ্য নির্বাচন কমিশনার কে হবেন, তা নিয়ে প্রশ্ন ছিল। গত ১৮ মে প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহার নাম প্রস্তাব করে রাজভবনে ফাইল পাঠায় নবান্ন। কিন্তু একক নামে ছাড়পত্র না দিয়ে দ্বিতীয় নাম চেয়ে পাঠান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এর পরেই দ্বিতীয় নাম হিসেবে রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব পদমর্যাদার অফিসার অজিতরঞ্জন বর্ধনের নাম প্রস্তাব করে নবান্ন। তৃতীয় নাম চাওয়া হলে শুরু হয় রাজভবন-নবান্ন সংঘাত৷ এ নিয়ে প্রকাশ্যে মুখও খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও রাজ্যপাল জানিয়েছিলেন, সঠিক সময় সিদ্ধান্ত নেওয়া হবে। অবশেষে রাজীবের নামে সিলমোহন দিলেন রাজ্যপাল৷