কলকাতা: পুণের পোর্শেকাণ্ডের ছায়া ফিরল চেন্নাইয়ে। ফুটপাথে ঘুমন্ত যুবককে গাড়ির চাকায় পিষে দিল সাংসদ-কন্যা৷ অভিযোগ, মত্ত অবস্থায় গাড়ি চালানোর সময় বিএমডব্লিউ-র চাকায় পিষ্ট করে ওই যুবককে৷ এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। গ্রেফতার করা হয় ওই মহিলাকে৷ কিন্তু, অভিযুক্ত ওই মহিলার বাবা রাজ্যসভার সাংসদ। ফলে গ্রেফতারের কিছুক্ষণের করেছিল পুলিশ। কিন্তু তার কিছু ক্ষণের মধ্যেই জামিনে মুক্তিও পেয়ে যান তিনি।
সোমবার রাতে ঘটনাটি ঘটে৷ ওয়াইএসআর কংগ্রেস দলের রাজ্যসভার সাংসদ বেদ মস্তান রাওয়ের মেয়ে মাধুরী ও তাঁর এক বান্ধবী বিএমডব্লিউ চালিয়ে ফিরছিলেন। মদ্যপ অবস্থায় চালকের আসনে ছিলেন মাধুরী। বসন্তনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথের উপর গাড়ি তুলে দেন৷ সেখানে শুয়েছিলেন সূর্য নামের এক যুবক। নিমেষে বিএমডব্লিউ-র চাকা পিষে দেয় তাঁকে৷ দুর্ঘটনার পরই গাড়ি নিয়ে এলাকা ছেড়ে পালান মাধুরী। তবে তাঁর বান্ধবী গাড়ি থেকে নেমে আসেন এবং স্থানীয় মানুষদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় তাঁর। তার পর সেখান থেকে ক্যাবে চেপে চলে যান। রক্তাক্ত অবস্থায় সূর্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷