ভোট মিটতেই নিয়োগ তৎপরতা, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ ৩ মাসের মধ্যে

ভোট মিটতেই নিয়োগ তৎপরতা, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ ৩ মাসের মধ্যে

কলকাতা:  ভোটের আগে রাজ্যে শিক্ষক নিয়োগের ইস্যুটি তৃণমূলের কাছে অন্যতম অস্বস্তির বিষয় হয়ে উঠেছিল৷ নিয়োগ দুর্নীতি নিয়ে বারবার শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিরোধীরা৷ তবে ভোট প্রচারে বারবার উন্নয়নের কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর এবার ক্ষমতায় এসেই  নিয়োগ প্রকিয়া ত্বরাণ্বিত করতে চলেছেন তিনি৷ এর মধ্যে উল্লেখযোগ্য উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ৷ উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত হতে চলেছে রাজ্য সরকার।  

আরও পড়ুন- ফের নিম্নমুখী গ্রাফ, সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় কর্মহীন ৭০ লক্ষ মানুষ

দীর্ঘ সাত বছর ধরে থমকে রয়েছে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া৷ আদালতের রায়ের পর নিয়োগের অপেক্ষায় বুক বাঁধেন প্রার্থীরা৷ এতদিন পর তাঁদের সেই অপেক্ষার অবসান হতে চলেছে৷ আদালকের নির্দেশে আগামী ১০ মে আপার শিক্ষক নিয়োগ পক্রিয়ার দিকে এক ধাপ এগিয়ে প্রকাশিত হবে ইন্টারভিউ লিস্ট৷ এর ঠিক আট সপ্তাহের মধ্যে মেরিট লিস্ট প্যানেল প্রকাশ করা হবে৷ 

জানা গিয়েছে, ৩১ জুলাইয়ের মধ্যে প্রার্থীদের রেকমেন্ডেশন করাতে হবে৷ অর্থাৎ এর মধ্যে প্রার্থীদের কাজে যোগদান করাতে হবে বলেই আদালতের নির্দেশ৷ ফলে আদালতের নির্দেশে আগামী দুই মাসের মধ্যেই সাত বছর ধরে অপেক্ষা করা প্রায় সাড়ে ১৪ হাজার প্রার্থীর ভবিষ্যৎ দিশা পেতে চলেছে বলেই আশা করা হচ্ছে৷ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সহ সভাপতি সুশান্ত ঘোষ বলেন, ২০২১ সালে ৬৬ দিনর মধ্যে ১৬ হাজার ৫০০ প্রাইমারি শিক্ষক নিয়োগ ও ১২ দিনের মধ্যে সাঁওতালি মিডিয়াম শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্যানেল প্রকাশ করা হয়েছে৷ যা অন্যান্য পরীক্ষার্থীদের মনেও আশা জাগিয়েছে৷

আরও পড়ুন- শপথে আসবে বলেছিলেন! টুইট করেই মমতাকে শুভেচ্ছা জানালেন মোদী

পাশাপাশি ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদের সঙ্গে বর্ধিত ভ্যাকেন্সি আপডেট করে অনস্পট ইন্টারভিউয়ের দাবিও জানানো হয়েছে৷ উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এপ্রিল মাসের গোড়াতেই নথি যাচাই প্রক্রিয়ার সময় শেষ হয়ে গিয়েছে৷ ১০ মে’র মধ্যে ইন্টারভিউ তালিকা প্রকাশিত হবে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =