পঞ্চায়েত নির্বাচনে বড় চমক দিচ্ছেন ‘ছোট্ট’ চুমকি!

পঞ্চায়েত নির্বাচনে বড় চমক দিচ্ছেন ‘ছোট্ট’ চুমকি!

উচ্চতা মেরেকেটে ২ ফুট। শারীরিকভাবে বেশ কিছু সমস্যাও রয়েছে। কিন্তু সেসব তুচ্ছ করেই জীবনের পথে এগিয়ে চলেছেন চুমকি ঘোষ। এবারের পঞ্চায়েত ভোটে হিলির সর্বকনিষ্ঠ প্রার্থী। শুধু বয়সের বিচারেই ছোট নয়, উচ্চতাতেও খাটো। দক্ষিণ দিনাজপুরের হিলির বাসিন্দা চুমকি ঘোষ ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের  তৃণমূল প্রার্থী। শারিরীক সব প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে মমতার সৈনিক হয়ে ভোটের ময়দানে দাপিয়ে বেড়াচ্ছেন। নিজের হাতে দলের নিশান তৈরি করে প্রচারে বেরচ্ছেন নিয়মিত। হিলির ধলপাড়া পঞ্চায়েতের চকমোহন গ্রাম সংসদ থেকে পঞ্চায়েত নির্বাচনে নজর কাড়ছেন তৃণমূলের এই প্রার্থী। 

২৩ বছর বয়সী চুমকি ঘোষ হিলি গভর্নমেন্ট কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। বাবা চঞ্চল ঘোষ স্থানীয় হাটের ছোট ব্যবসায়ী। মা চিত্রা ঘোষ গৃহবধূ। এবারের পঞ্চায়েত ভোটে চুমকিকে নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে চকমোহন এলাকায়। প্রতিদিন সকাল হলেই রুটিন করে দলীয় কর্মীদের নিয়ে ভোট প্রচারে বেরিয়ে পড়ছেন চুমকি৷ দুপুরে খানিক বিশ্রাম। তারপর ফের বিকালে চলছে প্রচার। হাতে দলের পতাকা, তৃণমূল সরকারের উন্নয়নমূলক কাজের ফ্লেক্স। বাড়ি বাড়ি পৌঁছে ভোট প্রচার সারছেন তৃণমূলের ভোট প্রার্থী। গুরুজনদের পা ছুঁয়ে প্রণাম, আর ছোটদের দিকে ভালবাসার হাত। চুমকির প্রচার কৌশল মন কাড়ছে স্থানীয়দের। 

ছক ভেঙে লড়াইয়ে ময়দানে চুমকি কতটা সফল হবেন, তার উত্তর কদিন পর জানা যাবে। কিন্তু যে বাধার পাহাড় ঠেলে তিনি এগোচ্ছেন, সেই প্রচেষ্টাকে কুর্নিশ জানাচ্ছেন গোটা এলাকার মানুষজন। লড়াকু চুমকি এখন রাজনৈতিক জীবনে প্রথম লড়াই জেতার অপেক্ষায়। তৃণমূল প্রার্থী চুমকির কথায়, “অনেক দিন থেকেই ভোটে দাঁড়ানোর ইচ্ছা ছিল। সেই ইচ্ছা পূরণ করেছে তৃণমূল। সব জায়গায় প্রচার নেমেছি। দিদির উন্নয়নের খতিয়ান তুলে ধরছি। শারীরিক প্রতিবন্ধকতা ভোট প্রচারের কোনও বাধাই নয়। আগামী দিনে মানুষের পাশে থাকতে চাই। মানুষের জন্য কিছু করতে চাই।” 

পড়াশোনার পাশাপাশি রাজনৈতিক লড়াই। দুটো দিক সমান তালে চালিয়ে যাচ্ছেন তৃণমূলের এই প্রার্থী। নির্বাচনী প্রচারের ব্যস্ততা পঠনপাঠনে প্রভাব ফেললেও, সময় সুযোগ পেলেই সেই খামতি মিটিয়ে নিচ্ছেন চুমকি। চুমকির পাশে রয়েছেন তাঁর পরিবারও। মেয়ের জয়ের বিষয়ে বাবা-মা দুজনেই সমান আশাবাদী। ছোট থেকে ইচ্ছে ছিল ভোটে দাঁড়ানোর। এবার সেই স্বপ্নই বাস্তব হয়েছে এবার। তাই শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে প্রচারের ময়দানে বিরোধীদের টক্কর দিচ্ছেন দু’ফুট উচ্চতার চুমকি ঘোষ। জীবন সংগ্রামে হার না মানা এই তৃণমূল প্রার্থীর দিকে তাকিয়ে গোটা দক্ষিণ দিনাজপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 2 =