RG Kar CCTV Footage
কলকাতা: আরজি কর-কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি৷ তোলপাড় গোটা দেশ৷ তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার কিনারা খুঁজে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে সিবিআই৷ ঘটনার রাতে, অর্থাৎ ৯ অগাস্ট আরজি কর মেডিক্যাল কলেজে কারা কারা ছিলেন? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। (RG Kar CCTV Footage)
CBI investigation
এই উত্তর খুঁজে পেতে তাঁদের হাতে অস্ত্র হাসপাতালের সিসিটিভি ফুটেজ। সূত্রের খবর, সিবিআই-এর হাতে যে ফুটেজ এসেছে, তাতে এই ঘটনায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ছাড়াও আরও কয়েক জনকে দেখা গিয়েছে৷ তারা কারা? এটাই এখন বড় প্রশ্ন৷
CCTV footage
মঙ্গলবার শিয়ালদহ আদালতে সিবিআই-এই রহস্যজনক ব্যক্তিদের বিষয়টি উল্লেখ করে। এই সন্দেহভাজনদের খোঁজ চলছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এ ব্যাপারে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছে সিবিআই।
RG Kar Medical College incident
আরজি করের ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পরই ছেঁড়া হেডফোনের সূত্র ধরে সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে গ্রেফতার করে পুলিশ। আরজি করের জুনিয়র চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে তিনি সরাসরি জড়িত বলেই অভিযোগ।
CBI updates
দীর্ঘ জিজ্ঞাসাবাের পর দিন কয়েক আগে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। মঙ্গলবার সন্দীপদের শিয়ালদহ আদালতে তোলা হয়েছিল। সেই সময়ই সিসিটিভি ফুটেজে রহস্যজনক ব্যক্তিদের উপস্থিতির কথা জানায় সিবিআই৷
আরও পড়ুন-
নাকা চেকিংয়ের সময়ে পুলিশের ওপর হামলা
মনোজ বর্মার নামেই সিলমোহর মমতার,
মৃতার জিন্স ও অন্তর্বাসের কী হয়েছিল?
মোদীর জন্মদিনে অভিষেক শুভেচ্ছা জানালেও নীরব মমতা! ফের দূরত্ব?
পরিষ্কার হচ্ছে আকাশ, ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কি? Bengal Weather Update
ধারাবাহিক বিস্ফোরণে রক্তাক্ত লেবানন, মৃত ৯, আহত ২,৮০০! নেপথ্যে ইজরায়েল? Lebanon Pager Explosion
নাকা চেকিংয়ের সময়ে পুলিশের ওপর হামলা! সার্জেন্টকে মারধর, ভাঙা হল বাইক Kolkata Police
কেজরিওয়াল যে সাহস দেখাচ্ছেন তা কী দেখাতে পারবেন মমতা? চর্চা শুরু নানা মহলে
Bengal: RG Kar CCTV. RG Kar Medical College incident shakes West Bengal politics. CBI intensifies investigation into the rape and murder of a young doctor. CCTV footage reveals key suspects, including civic volunteer Sanjay Roy.