৬৩২ দিন পর টেস্টে ফিরে শতরান ঋষভের! জাত চেনালেন পন্থ | Rishabh Pant century

Rishabh Pant sixth test century কলকাতা: ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ক্রিকেটিয় কিরিয়ারে ইতি পড়তে চলেছিল তাঁর৷ ডান হাঁটুর প্রতিটি লিগামেন্ট এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল…

Rishabh Pant sixth test century

Rishabh Pant sixth test century

কলকাতা: ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ক্রিকেটিয় কিরিয়ারে ইতি পড়তে চলেছিল তাঁর৷ ডান হাঁটুর প্রতিটি লিগামেন্ট এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল যে তিনি ভেবেই নিয়েছিলেন যে, আর হয়তো বাঁচবেন না। অনিশ্চয়তার মধ্যে পড়েছিল ক্রিকেট ভবিষ্যৎ৷ সেখান থেকে কী ভাবে ঘুরে দাঁড়াতে হয়, তা দেখিয়ে দিয়েছেন ঋষভ পন্থ৷ তাঁকে নিজের পায়ে দাঁড় করাতে কোনও কসুর রাখেনি ভারতীয় ক্রিকেট বোর্ডও৷ লড়াই চালিয়ে গিয়েছে তরুণ উইকেটরক্ষক-ব্যাটারও৷ অবশেষে ৬৩২ দিন পর ফের টেস্ট ক্রিকেটে অভিষেক হল তাঁর৷ ব্যাট হাতে চেন্নাইয়ের কঠিন পিচে নেমে শতরান করে নিজের জাত চিনিয়ে দিলেন পন্থ৷ (Rishabh Pant sixth test century)

 

pant2
পন্থ

109 রানের ইনিংস Rishabh Pant sixth test century

মিরপুরের টেস্টে মাত্র ৭ রানের জন্য শতরান হাতছাড়া হয়েছিল পন্থের। চেন্নাইয়ে সেই বাংলাদেশের বিরুদ্ধেই ১০৯ রানের ইনিংস খেলে হুঁঙ্কার ছাড়লেন রুরকির তরুণ উফকেটরক্ষক ব্যাটার। সেই সঙ্গে এতদিন ভারতীয় উইকেট কিপারর হিসাবে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি মহেন্দ্র সিং ধোনির ছ’টি শতরানের নজির ছুঁয়ে ফেললেন পন্থ। ১২৮ বলের ঝোড়ো ইনিংস খেললেন পন্থ৷ ১৩টি চার, ৪টি ছক্কা দিয়ে সাজালেন নিজের সেঞ্চুরি৷

 

pant3
পন্থ

আরও পড়ুন-

৩৪ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিবাদ ললিতের,

চিনের ‘প্রাচীর’ গুঁড়িয়ে চ্যাম্পিয়ন ভারত,

রেলের চাকরি ছেড়ে ভোটের ময়দানে কুস্তিগীর ভিনেশ

বছরে ৬৬ কোটি টাকা আয়কর দেন কোহলি, 

রাহুলের সঙ্গে সাক্ষাত, কুস্তিগির বজরং, ভিনেশ কি এ বার ভোট-যুদ্ধে

প্যারালিম্পিক্সে অবনীর হাত ধরে শ্যুটিং-এ সোনা এল ভারতে, 

 

pant4
পন্থ

 

 Sports: Rishabh Pant’s inspiring comeback after a severe knee injury. From uncertainty to scoring a century on Chennai’s tough pitch, Pant’s journey is a testament to resilience. Discover how he overcame challenges to shine in Test cricket again

 

pant5