লন্ডন: পূর্ণাঙ্গ ফল এখনও প্রকাশিত হয়নি৷ তবে ফলাফল প্রায় স্পষ্ট৷ ১৪ বছর পর ঘটতে চলেছে পালাবদল৷ ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে লেবার পার্টি৷ ব্রিটেনে ক্ষমতায় আসছে তারা৷ আনুষ্ঠানিকভাবে লেবার পার্টির জয় ঘোষণার আগেই কনজারভেটিভদের হয়ে হার মেনে নিলেন ব্রিটেনের বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনক। নর্থ ইয়র্কশায়ারের রিচমন্ড এবং নর্থঅ্যালার্টন আসন থেকে নিজে জয়া হলেও হারের মুখে তাঁর দল৷ সমর্থকদের উদ্দেশে ঋষি সুনক বলেন, ‘এই নির্বাচনে লেবার পার্টি জয়ী হয়েছে। আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। এই হারের পুরো দায়িত্ব আমি নিচ্ছি।’
মাত্র ২০ মাস আগে ব্রিটেনের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে ইতিহাস সৃষ্টি করেছিলেন ঋষি সুনক। ২০২২ সালে দিওয়ালির সময় যখন তিনি প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে ব্রিটেনের গদিতে বসেন, তখন উচ্ছ্বসিত হয়েছিল ভারতীয়রাও। তবে প্রধানমন্ত্রী হিসাবে তাঁর কাজকর্মে ব্রিটিশ ভোটাররা সেভাবে সন্তুষ্ট নন বলেই উঠে আসে সমীক্ষা রিপোর্টে৷