‘সেক্স অ্যাডভেঞ্চার’-এর অভিজ্ঞতা ফাঁস ঋতাভরীর, রণবীর বললেন, যৌনতা খারাপ নাকি?

‘সেক্স অ্যাডভেঞ্চার’-এর অভিজ্ঞতা ফাঁস ঋতাভরীর, রণবীর বললেন, যৌনতা খারাপ নাকি?

aa3d969dc283e3874f341626bb31bf5d

মুম্বই: টলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় কী ভাবে উষ্ণতার মায়াজাল বুনতে হয়, তা বেশ ভালোই জানেন তিনি৷ তাঁর শরীরী নেশায় বুঁদ ১৮ থেকে ৮০। নিজের জীবন নিয়েও বরাবরই খুল্লামখুল্লা অভিনেত্রী৷ কথা বলেন সোজাসাপটা। প্রকাশ্যে যৌনতা নিয়ে মুখ খুলতেই কুণ্ঠা নেই তাঁর৷ যে যৌনতা বা সেক্স শব্দটি নিয়ে আমাদের সমাজের এত ছুঁৎমার্গ রয়েছে, সেই বিষয়ে অবলীলায় কথা বলেন ঋতাভরী৷ 

আরও পড়ুন- বৈধ নয় স্বরার বিয়ে! মানতে হবে শর্ত, জানিয়ে দিলেন সর্বভারতীয় মুসলিম জামাতের প্রধান

বলিউডের তারকারা মাঝেমধ্যে যৌনতা নিয়ে মুখ খুলছেন। তবে টলিপাড়ায় এ নিয়ে রাখঢাক রয়েছে৷ তাঁদের মধ্যে ঋতাভরী অবশ্যই ব্যতিক্রম৷ সম্প্রতি তাঁর এক অতীত সাক্ষাৎকার, নতুন করে ভাইরাল হয়েছে৷ যেখানে সেক্স নিয়ে অকপট জবাব দিয়েছিলেন নায়িকা৷

নুসরত জাহান সঞ্চালিত একটি চ্যাট শো-এর অতিথি হয়ে এসেছিলেন ঋতাভরী চক্রবর্তী। সেখানে তাঁকে যৌনতা নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, ‘আমার মতে শরীরের খিদেটাও মনের খিদে। কাওকে ভিতর থেকে এতটা চাইছি যে নিজের সঙ্গে এক করে নিতেও কোনও দ্বিধা থাকছে না।’

তাঁর কথায়, ‘সম্পর্কের ক্ষেত্রে ফিজিক্যাল কমপ্যাটিবিলিটি ভীষণ গুরুত্বপূর্ণ।’ কিন্তু, কোনও পুরুষের প্রতি কী দেখে আকৃষ্ট হন ঋতাভরী? তাঁর জবাব ছিল, ‘বুদ্ধিদীপ্ততা।’ তিনি বলেন, ‘আমি স্যাপিওসেক্সুয়াল… তাছাড়া চশমা পড়া ব্যক্তিদের সেক্সি লাগে। ইটস বিজার!’

ওই সাক্ষাৎকারে যৌনতা নিয়ে খোলামেলা আলোচনায় রীতিমতো বোমা ফাটিয়েছিলেন ঋতাভরী। জানান, প্রথম ডেটে অচেনা ব্যক্তিকে চুমু খেয়েছিলেন তিনি৷ ক্যাজুয়ালি হুক আপ করার কথাও স্বীকার করেছেন। তাঁর কথায়, ‘বহুবার এমন করিনি। তবে যতটুকু হয়েছে, সেটা না হলে আমি খুশি হতাম।’

নিজের মোস্ট অ্যাডভেঞ্চারাস সেক্সের অভিজ্ঞতাও ওই সাক্ষাৎকারে ফাঁস করেছিলেন অভিনেত্রী। নুসরতের ছোঁড়া প্রশ্নে ছক্কা হাঁকিয়ে ঋতাভরী জানিয়েছিলেন, তিনি অন্যের রান্নাঘরেও যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। এই জবাব শুনে রীতিমতো চমকে উঠেছিলেন নুসরত৷ তাঁর প্রশ্ন ছিল, ‘কিছু ভেঙে যায়নি তো?’ যদিও এর চেয়ে বেশি আর বেশি কিছু বলেননি ঋতাভরী।

সেক্স নিয়ে ট্যাবু প্রসঙ্গেও অকপট  অভিনেত্রী৷ তিনি  সাফ বলেন, ‘আমি অনেক মেয়েকে দেখেছি যাঁরা একজনের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন বলে নিজেকে এঁটো মনে করেন। আমরা কেউই কারও খাবার নই। সে মেয়ে হোক বা ছেলে।’ তিনি আরও বলেন, ‘একটা ছেলের একাধিক বান্ধবী থাকলে সে স্টাড। আর একটা মেয়ের একাধিক প্রেমিক থাকলে সে খারাপ। এই হিপোক্রেসি থামার প্রয়োজন আছে বৈকি।’ 

টলিউডে যৌনতা বিষয়টি লুকোচাপা চললেও বলিউড কিন্তু অনেকটাই খুল্লামখুল্লা৷ আর সব বিষয়ে অত্যন্ত স্পষ্ট বক্তা হলেন রণবীর সিং৷ যৌনতা নিয়েও অকপট মন্তব্য তাঁর৷ গত বছরের কথা, কাশ্মীরি গালিচার উপর অনাবৃত ফোটোশুট করে রীতিমতো ঝড় তুলেছিলেন তিনি৷ তবে তাঁকে নিয়ে বিতর্ক যতই হোক না কেন, তিনি যেমনটি ভাবেন, তেমনটাই করেন৷ একটি কন্ডোম বিপণন সংস্থার প্রচারের মুখ হওয়ার পর তো তিনি ‘সেক্স আইকন’-এর তকমাও পেয়েছেন।

যৌনতা নিয়ে কথা বলা নিয়ে মানুষের মধ্যে যে বিড়ম্বনা রয়েছে, তা থেকে মুক্ত হওয়াটা যে কতটা জরুরি, সে প্রসঙ্গে অভিনেতার মন্তব্য, ‘‘যৌনতা অত্যন্ত সুন্দর এবং স্বাভাবিক বিষয়। সকলেই যৌন সম্পর্কে জড়ান৷ এটি কোনও খারাপ বা নোংরা বিষয় নয়। তাই এ বিষয়ে নিজেকে সংস্কারের খাঁচায় বন্দি রাখার কোনও কারণ নেই।” 

‘গল্লি বয়ে’র কথায়,  “যৌনতা বিষয়ে ভারতীয়দের এই মানসিকতার কারণ খুঁজে দেখাটা জরুরি। মানুষ এটা নিয়ে কৌতুক করে, মজা করে কিন্তু যখনই খোলাখুলি কথা বলে না৷ এমন পরিস্থিতি হলেই তারা চুপ করে যায়। যৌনতা নিয়ে ব্যাপক ভণ্ডামি রয়েছে। দেশের একটি বড় অংশের মানুষ এখনও যৌনতাকে ‘নিষিদ্ধ’ বিষয় বলে মনে করেন।”