সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হারিয়েছে বাবাকে! পিতৃহারা সেই কিশোরকে কাছে টানলেন রোনাল্ডো

সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হারিয়েছে বাবাকে! পিতৃহারা সেই কিশোরকে কাছে টানলেন রোনাল্ডো

 কলকাতা:  ভয়াবহ ভূমিকম্পের বিভীষিকা এখনও ভুলতে পারেনি সে৷ এই ভূমিকম্পই কেড়েছে তাঁর বাবাকে৷ পরিবার বলতে একমাত্র মা৷ সিরিয়ার ভূমিকম্পে পিতৃহারা ১০ বছরের বালক নাবিল সঈদকেই এবার কাছে টেনে নিলেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁকে বুকে জড়িয়ে ধরলেন তিনি। রোনাল্ডোর এই মানবিক কাজের প্রশংসা করেছে গোটা ফুটবল বিশ্ব৷ 

আরও পড়ুন- দাদা যেন ‘ডন’! মোনা ডার্লিং-এর সঙ্গে এ কি করছেন সৌরভ?

 

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু হয়েছে ৪৫ হাজারের বেশি মানুষের। তাঁদের মধ্যে একজন নাবিলের বাবা৷ ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ায় দুর্গতদের সাহায্যের জন্য উদ্ধারকারী দল পাঠিয়েছিল সৌদি আরব। সেই উদ্ধারকারী দলের কাছেই নিজের ইচ্ছা জাহির করেন কিশোর নাবিল। সে জানায়, রোনাল্ডোর খেলা সামনে থেকে দেখার ভারি ইচ্ছে তার। নাবিলের সেই আর্জির ভিডিয়োও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে৷ খবর পৌঁছয় সৌদি প্রশাসনের কানে। সঙ্গে সঙ্গে সৌদির বিনোদন দফতরের প্রধান তুর্কি আলালশিখ নাবিলকে খুঁজে বার করার নির্দেশ দেন। এই বিষয়টি নিয়ে তিনি আল নাসের ক্লাব কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন। খবর আসে রোনাল্ডোর কাছে। তিনি নিজে নাবিলের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন৷ 

ইতিমধ্যে নাবিলকে খুঁজে বার করে ফেলেন সৌদির উদ্ধারকারী দল৷ তাঁকে সৌদিতে আমন্ত্রণও জানানো হয়। মায়ের সঙ্গে মরু রাজ্যে পৌঁছয় সে। তাঁদের সেখানে আসার যাবতীয় ব্যবস্থা করে সে দেশের সরকার। এর পর আল বাতিনের বিরুদ্ধে আল নাসেরের খেলা মাঠে বসে দেখার সুযোগ করে দেওয়া হয় নাবিলকে। খেলা শেষ হওয়ার পর নাবিলকে সাজধরে ডেকে পাঠান রোনাল্ডো। সেখানেই তাকে জড়িয়ে ধরেন সিআর৭। এই কাজের জন্য তাঁকে কুর্নিশ জানায় নেটিজেনরা৷