নীল জলরাশির মাঝে নিওন বিকিনিতে মলদ্বীপ থেকে উষ্ণতা ছড়ালেন লাস্যময়ী রুবিনা

নীল জলরাশির মাঝে নিওন বিকিনিতে মলদ্বীপ থেকে উষ্ণতা ছড়ালেন লাস্যময়ী রুবিনা

মুম্বই: তারকাদের অন্যতম প্রিয় ডেস্টিনেশন হল মলদ্বীপ৷ নীল জলরাশি টানে হামেশাই সেখানে ছুটি কাটাতে যান সেলেবরা সেই স্রোতে গা ভাসালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুবিনা দিলায়েকও৷ সূর্যের উষ্ণতা গায়ে মেখে সমুদ্র সৈকতে লাস্যময়ী হয়ে উঠলেন তিনি৷ মলদ্বীপ থেকে পোস্ট করলেন একের পর এক স্টানিং পিকচার৷ যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ 

আরও পড়ুন- বিচ্ছেদের পরেও হাতে হাত রেখে লাঞ্চ ডেট! আমির-কিরণকে দেখে ছিঃ ছিক্কার নেটপাড়ায়

সাগরের নীল জলরাশিকে সঙ্গী করে নিওন বিকিনিতে নেটপাড়ায় উষ্ণতা ছড়ালেন বিগ বস-১৪ র বিজয়ী টেলি অভিনেত্রী রুবিনা দিলায়েক৷ তাঁর পোস্ট করা ছবি  ইন্টারনেটে রীতিমতো আগুন ঝরিয়েছে৷ রুবিনা আপাতত ব্যস্ত রয়েছে ‘অর্ধ’ ছবির শ্যুটিংয়ে৷ এই ছবির হাত ধরেই বড় পর্দায় অভিষেক হচ্ছে তাঁর৷ এই ছবিটি পরিচালনা করছেন গায়ক তথা সুরকার পলাশ মুছাল৷ মুম্বইয়ের এক স্ট্রাগলিং অ্যাক্টরের কাহিনী নিয়ে তৈরি হচ্ছে এই ছবি৷ এই ছবিতে দেখা যাবে রাজপাল যাদব, হিতেন তেজওয়ানি এবং কুলভূষণ খারবান্দার মতো অভিনেতাদের৷ 

কিছু দিন আগে রুবিনা এবং তাঁর স্বামী অভিনব শুক্লা তুমসে প্যায়ারা হ্যায় নামে একটি বিশেষ মিউজিক ভিডিয়োতে অভিনয় করেছিলেন৷ গানটি গেয়েছিলেন বিশাল মিশ্র৷ ২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন অভিনব ও রুবিনা৷ পরিবারের সদস্যদের নিয়ে সাদামাটা ভাবেই বিয়ের আয়োজন সেরেছিলেন তাঁরা৷ 

এদিকে, ২৭ সেপ্টেম্বর ছিল ‘খতরো কে খিলাড়ি ১১’-র প্রতিযোগী অভিনব শুক্লর জন্মদিন। স্বামীর জন্মদিনে অভিনবের কিছু অদেখা ছবি পোস্ট করেন স্ত্রী রুবিনা। সেই সঙ্গে করেন একটি আবেগঘন পোস্ট। রুবিনা লেখেন, ”তুমি’ হওয়ার জন্য অনেক ধন্যবাদ৷ এই ‘তুমি’-কে বছরের একটা দিন নয়, প্রত্যেকদিন উদযাপন করতে পারি। শুভ জন্মদিন আমার সানশাইন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + seven =