কলকাতা: বিদেশ যাওয়ার পথে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আটকানো হল কলকাতা বিমানবন্দরে৷ জানা গিয়েছে, দুই সন্তানকে নিয়ে দুবাইয়ের বিমান ধরার জন্য বিমানবন্দরে এসেছিলেন অভিষেক-পত্নী। কিন্তু তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়নি৷ তার আগেই ‘বাধা’ দেয় অভিবাসন দফতর।
সোমবার সকাল ৭টা নাগাদ দুই সন্তানকে নিয়ে কলকাতা বিমানবন্দরে পৌঁছন রুজিরা বন্দ্যোপাধ্যায়। দুবাইয়ের বিমানে ওঠার আগে তাঁর পথ আটকায় অভিবাসন দফতরের কর্তারা। তাঁকে জানানো হয়, ইডির একটি মামলায় তাঁর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি রয়েছে। সেই সূত্রেই বিদেশ যাওয়ার ক্ষেত্রেও তাঁর উপর বিধিনিষেধ রয়েছে। যদিও সূত্র মারফত জানা যাচ্ছে, ইডির ওই মামলায় সুপ্রিম কোর্ট অভিষেক এবং রুজিরাকে রক্ষাকবচ দিয়েছিল। তাঁদের বিদেশযাত্রার ক্ষেত্রে কোনও বাধা নেই বলেও নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। তা সত্ত্বেও রুজিরাকে বিমানবন্দরে বাধা দেওয়া হল৷ এই ঘটনার প্রেক্ষিতে অভিষেক আইনি পদক্ষেপ করতে পারেন বলে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে আবারও আদালতের দ্বারস্থ হতে পারেন তৃণমূলের সাধারণ সম্পাদক।
এর আগে কয়লা পাচার মামলায় অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরাকে বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এই মামলায় তৃণমূল সাংসদ ও তাঁর স্ত্রীকে দিল্লিতেও তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সমনে সাড়া দিয়ে দিল্লিতে ইডির সদর দফতরে গিয়ে হাজিরাও দিয়েছিলেন অভিষেক। তবে দিল্লিতে যাননি রুজিরা। পরিবর্তে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অভিষেক-পত্নী। গত সেপ্টেম্বর মাসে শীর্ষ আদালত অভিষেকের রক্ষাকবচ বহাল রাখে৷ তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>