কলকাতা: বিশেষজ্ঞরা আগেই ইঙ্গিত দিয়েছিল। তাঁদের কথাই সত্যি হল৷ একদিনে লাফিয়ে ৯ শতাংশ বাড়ল সরকারি রেল কোম্পানি রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL)-এর শেয়ারের দাম৷
জুন থেকেই উর্ধ্বমুখী রেল বিকাশ নিগম লিমিটেড-এর শেয়ার৷ এক মাসে RVNL শেয়ারের দাম 25 শতাংশের বেশি বেড়েছে৷ অন্যদিকে, YTD সময়ে PSU স্টক 145 শতাংশের বেশি বেড়েছে৷ শুক্রবার এই রেল সংস্থার শেয়ারের দাম এনএসই-তে লিফিয়ে ৪২৪.৯৫ হয়েছে৷ শুরুর ঘণ্টার কয়েক মিনিটের মধ্যেই ৪৫৫-এর ইন্ট্রাডে হাই ছুঁয়েছে।