শিয়রেই ইডি-র তলব, শনিবারের পর রবিবারও তৃণমূলের ভোটপ্রচারে বাদ সায়নী

শিয়রেই ইডি-র তলব, শনিবারের পর রবিবারও তৃণমূলের ভোটপ্রচারে বাদ সায়নী

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে এবার ইডি-র নজরে তৃণমূলের যুব সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ৷ এই পরিস্থিতিতে শনিবারের পর রবিবারের পঞ্চায়েত ভোটের প্রচারেও বাদ পড়লেন সায়নী। রবিবার শাসক দলের তরফে ভোট প্রচারকদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে নাম নেই নেত্রী-অভিনেত্রীর। 

টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শুক্রবার বেশি রাতে ইডি-র দফতর থেকে বেরন সায়নী৷ সেখানে উপস্থিত সংবাদমাধ্যম তাঁকে ঘিরে ধরতে তিনি জানান, তদন্তে সব রকম সহযোগিতা করবেন তিনি৷ যত বার ডাকা হবে, তদন্তের স্বার্থে তত বারই আসবেন। কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ তদন্ত৷ এর সঙ্গে বহু ছেলেমেয়ের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে৷ কিন্তু, দেখা গেল শনিবার তৃণমূলের প্রচারকদের যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে প্রচারক হিসাবে নাম নেই সায়নীর। রবিবারও একই ঘটনার পুনরাবৃত্তি৷ যা দেখে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনুমান, সম্ভবত পঞ্চায়েত ভোটের প্রচারে আর দেখা যাবে না তৃণমূলের যুব সভানেত্রীকে৷

আগামী ৮ জুলাই পঞ্চায়েত ভোট৷ প্রচার চলবে ৬ এপ্রিল পর্যন্ত। এর ঠিক আগে আগামী ৫ জুলাই ফের সায়নীকে তলব করেছে ইডি৷ ফলে সায়নী আর ভোটের প্রচারে নামতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে তৃণমূলের অন্দরেই। তবে আদালতের নির্দেশে যদি ভোটের দফা বৃদ্ধি হয়, তা হলে ফের হয়তো তাঁকে প্রচারে পাওয়া যাবে। কিন্তু, মঙ্গলবার ইডির নোটিস পাওয়ার পর সায়নী যে ভাবে নিজেকে প্রচার থেকে সরিয়ে নিয়েছিলেন, তাতে তিনি নিজে থেকে আর পঞ্চায়েত ভোটের প্রচারে নামবেন কি না, তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =