কলকাতা: মরু রাজ্যে ভোটের দামামা৷ মঙ্গলবার রাজস্থানের টঙ্ক বিধানসভা কেন্দ্র থেকে মঙ্গলবার মনোনয়ন জমা দিয়েছেন কংগ্রেস নেতা শচীন পাইলট। তিনি মনোনয়ন জমা দিতেই তা নিয়ে শুরু হয়েছে শোরগোল৷ কারণ ওই নির্বাচনী হলফনামায় নিজেকে ডিভোর্সি বলে উল্লেখ করেছেন শচীন।
২০১৮ সালে বিধানসভা নির্বাচনে শচীন পাইলট যে হলফনামা জমা দিয়েছিলেন তাতে স্ত্রী সারা পাইলটের কথা উল্লেখ ছিল। উল্লেখ করেছিলেন তাঁর সম্পত্তির কথাও৷ কিন্তু, আসন্ন বিধানসভা ভোটের আগে পেশ করা হলফনামায় নিজেকে ডিভোর্সি ঘোষণা করলেন শচীন। যদিও নির্বাচনী হলফনামা অনুযায়ী, গত পাঁচ বছরে শচীনের সম্পদ প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে৷ ২০১৮ সালের শচীন নিজেকে ৩.৮ কোটি টাকার সম্পত্তির মালিক বলে উল্লেখ করেছিলেন। ২০২৩ সালে তাঁর সম্পত্তি পরিমাণ ৭.৫ কোটি টাকা।
প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার কন্য তথা ওমর আবদুল্লার বোন সারার সঙ্গে বিয়ে হয়েছিল শচীনের। প্রায় দুই দশকের বৈবাহিক সম্পর্কে ইতি পড়ায় খুব স্বাভাবিকভাবেই জল্পনার পারদ চড়েছে। তবে নির্বাচনী হলফনামায় প্রথম ৪৬ বছরের শচীনের বিবাহ বিচ্ছেদের ঘটনা প্রকাশ্যে এল।