ফের বিদ্রোহের ইঙ্গিত! ‘দাবি মানলে তবেই এশিয়ান গেমস খেলব’, হুঁশিয়ারি কুস্তিগিরদের

ফের বিদ্রোহের ইঙ্গিত! ‘দাবি মানলে তবেই এশিয়ান গেমস খেলব’, হুঁশিয়ারি কুস্তিগিরদের

নয়াদিল্লি: কুস্তিগিরদের আন্দোলনে সরগরম দেশ৷ কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিং-এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা হয়েছে৷ সেই ঘটনার তদন্ত চলছে। এরই মধ্যে এশিয়ান গেমস বয়কটের হুঁশিয়ারি দিলেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটরা। যদিও দু’দিন আগেই তাঁরা জানিয়েছিলেন, এবার এশিয়ান গেমসের জন্যে প্রস্তুতি নিতে চান৷ কিন্তু, শনিবার তাঁদের মুখে অন্য সুর। সাক্ষী মালিক জানিয়ে দিলেন,  নিগ্রহকাণ্ডের সমাধান না হওয়া পর্যন্ত তাঁরা এশিয়ান গেমসে অংশ নেবেন না। আগে তাঁদের দাবি মানতে হবে৷ 

চলতি বছর জানুয়ারি মাসে ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে প্রথম আন্দোলনে নামেন দেশের প্রথম সারির কুস্তিগিররা। দিল্লির যন্তরমন্তরে শুরু হয় ধর্না৷ তাঁকে গ্রেফতারের দাবি জানানো হয়৷ যদিও কুস্তিগিরদের অভিযোগে কেন্দ্রীয় সরকারের দায়সারা মনোভাব নিয়ে মোদী সরকারকে নিশানা করেছে বিরোধীরা।

এদিন কুস্তিগিররা সাংবাদিকদের বলেন, ‘‘সব সমস্যার সমাধান হলে তবেই আমরা এশিয়ান গেমসে অংশ নেব। আপনারা কেউ জানেন না আমরা কতটা বিধ্বস্ত৷ রোজ কী পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে৷ সে সম্পর্কে কারও ধারণা নেই।”

চলতি মাসেই এশিয়ান গেমসের ট্রায়াল শুরু হওয়ার কথা। তার আগে এমনই মন্তব্য করলেন সাক্ষী মালিক। এশিয়ান গেমসে অংশগ্রহণে ইচ্ছুক সকলকেই এই ট্রায়ালের মধ্যে দিয়ে যেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − nine =