Sandeep Ghosh Close Doctor Interrogation
কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ ও খুনের মামলায় এবার সিবিআই-এর নজরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের এক ঘনিষ্ঠ চিকিৎসক৷ বৃহস্পতিবার সিবিআই দফতরে ডেকে তাঁকে রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগেও একবার ওই চিকিৎসককে এক প্রস্ত জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ সন্দীপের মোবাইলের ‘কল ডিটেলস রেকর্ড’ থেকে ওই চিকিৎসকের খোঁজ মিলেছে বলে জানান তদন্তকারীরা। (Sandeep Ghosh Close Doctor Interrogation)
Sandeep Ghosh: CBI interrogation
সিবিআই সূত্রে খবর, ওই চিকিৎসক গত ৮ অগাস্ট উত্তরবঙ্গ থেকে কলকাতায় এসেছিলেন। ৯ অগাস্ট সকাল থেকে রাত পর্যন্ত আরজি কর হাসপাতালেই দেখা গিয়েছে তাঁকে৷ তিনি ওই দিন কী কাজে কলকাতায় এসেছিলেন, কেন আরজি করে গিয়েছিলেন, সেই সব বিষয়ে খোঁজ খবর নিচ্ছে সিবিআই।
RG Kar Medical College rape and murder case
সিবিআই সূত্রে খবর, উত্তরবঙ্গ থেকে আসার পর ওই চিকিৎসক সল্টলেকের একটি গেস্ট হাউসে উঠেছিলেন৷ ওই গেস্ট হাউসের মালিক এবং এক কর্মীকেও শুক্রবার সল্টলেকের সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছে। গেস্ট হাউসের রেজিস্টার ও অন্যান্য নথিও ইতিমধ্যে খতিয়ে দেখেছে সিবিআই৷
আরও পড়ুন-
ধর্না শেষ, শনিবার থেকে জরুরি পরিষেবায় যোগ,
RG Kar: CBI র্যাডারে তৃণমূল নেতা,
সিভিক ভলেন্টিয়ারদের চাকরি নিয়ে টানাটানি!
নামের আগে ডাক্তার লিখতে পারবেন না সন্দীপ ঘোষ,
সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক্ড! সম্প্রচার নিয়ে বিড়ম্বনা | Supreme Court youtube channel
রূপশ্রী প্রকল্পে গ্রুপ সি পদে প্রচুর নিয়েগ, চটপট আবেদন করুন | Recruitment News
নামের আগে ডাক্তার লিখতে পারবেন না সন্দীপ ঘোষ, এল বড় পদক্ষেপ
Bengal: CBI interrogates a close doctor of former principal Sandeep Ghosh in the RG Kar Medical College rape and murder case. The doctor was questioned till night on Thursday.