কলকাতা: সন্দেশখালিতে ধর্ষণের ঘটনায় নয়া মোড়! গোটা ঘটনাটাই ছিল সাজানো! হ্যাঁ, এমনই কথা শোনা গেল স্থানীয় এক বিজেপি নেতার গলায়৷ গোপন ক্যামেরায় তোলা সেই ভিডিয়ো শোরগোল ফেলে দিয়েছে৷
এদিকে, শুক্রবারও বাংলায় ভোট প্রচারে এসে সন্দেশখালির প্রসঙ্গ তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার মহিলাদের পরিস্থিতি তুলে ধরে বিঁধতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। এর ঠিন একদিন পর, শনিবার সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কোয়েলের যে ভিডিয়োটি ফাঁস হল, তাতে জোর ধাক্কা লাগল গেরুয়া শিবিরে। ওই ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যায়, সন্দেশখালিতে ধর্ষণ-সহ বিভিন্ন অভিযোগ সাজানো হয়েছে, সবটাই পরিকল্পনা মাফিক। এই গঙ্গাধর সন্দেশখালি ২ ব্লকের বিজেপির ‘মণ্ডল সভাপতি’৷ স্টিং অপারেশনে দেখা যায় গঙ্গাধর বলছেন, সন্দেশখালিতে রেখা পাত্রদের ধর্ষণের অভিযোগ সাজানো। তাঁদের ব্রেন ওয়াশ করা হয়েছে। সেই সঙ্গে তাঁর দাবি, গোটা ঘটনা সাজাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁদের টাকা ও মোবাইল দিয়ে সাহায্য করেছেন। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আজবিকেল.কম৷ এই ঘটনা সামনে আসতে গঙ্গাধরের দাবি, চক্রান্ত করে তাঁকে ফাঁসাতেই এই স্টিং অপারেশন চালানো হয়েছে৷
ওই ভিডিয়োয় প্রশ্ন কর্তাকে বলতে শোনা যায়, “দাদা, তোমরা কী লেভেলের কাজ করেছ, বুঝতে পারছ? ধর্ষণ হয়নি, তাকে ধর্ষণ বলে চালিয়েছ। তোমার বাড়ির বউকে দিয়ে এই কাজ করাতে পারতে? আমরা তো পারব না”। ‘কীভাবে ওদের ব্রেনওয়াশ করালেন? গঙ্গাধর বলেন,“শুভেন্দুদার নির্দেশেই আমরা সবটা করেছি। উনি আমাদের সাহায্য করেছেন। শুভেন্দুদা বলেছেন, এটা না করলে, তাবড় তাবড় লোকদের গ্রেফতার করানো যাবে না। আমরাও ওখানে দাঁড়াতে পারব না”।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>