বিদায় ‘টেনিস কুইন’! জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যামে বোপান্নাকে সঙ্গে নিয়ে রানার্স ৩৬-এর সানিয়া

বিদায় ‘টেনিস কুইন’! জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যামে বোপান্নাকে সঙ্গে নিয়ে রানার্স ৩৬-এর সানিয়া

কলকাতা: বিদায় বেলায় পৌঁছে জয়ের ঠিক দোরগোড়ায় এসে থামল ভারতীয় টেনিস কিংবদন্তীর রথ৷ সপ্তম গ্র্যান্ড স্ল্যাম জেতা হল না ৩৬ বছরের সানিয়া মির্জার। ৪২ বছরের রোহন বোপান্নাকে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসে রানার-আপ হলেন ভারতের এই মহিলা টেনিস তারকা। অস্ট্রেলিয়ান ওপেন জিতলে, বোপান্নার এটি দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয় হতো। কিন্তু, তেমনটা হল না৷ ফাইনালে ব্রাজিলের স্টেফানি-মাতোস জুটির কাছে ৬-৭ (২-৭), ২-৬ গেমে হারলেন সানিয়ারা৷  

আরও পড়ুন- লাল-হলুদ শিবিরে সুখবর! উঠে গেল ফিফার নির্বাসন, নতুন ফুটবলার সইয়ে আর বাধা থাকল না

এর আগে ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলস জিতেছিলেন হায়দরাবদী টেনিস প্লেয়ার৷ সেটি ছিল তাঁর জীবনের প্রথম বড় জয়। এর পর ২০১৬ সালে ডাবলসে চ্যাম্পিয়ন হন তিনি। দীর্ঘ টেনিস কেরিয়ারে তিনটি মিক্সড ডাবলস এবং তিনটি ডাবলস খেতাব রয়েছে সানিয়ার ঝুলিতে। এটিই তাঁর জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যাম ছিল। অন্যদিকে, ২০১৭ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন বোপান্না।

শুক্রবার ভারতীয় সময় অনুসারে ঘড়িতে তখন ভোর সাড়ে ৬টা। কোর্টে নামেন সানিয়ারা। শুরুতে বেশ ছন্দে ছিলেন সানিয়া-বোপান্না জুটি। প্রথম সেটের অষ্টম গেমে বিপক্ষ ব্রাজিলীয় জুটির সার্ভিস ভেঙে এগিয়ে যান তাঁরা। কিন্তু পরের গেমেই তাঁদের সার্ভিস ব্রেক হয়। সেট টাই ব্রেকারে গড়ানোক পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারতীয় জুটি। ২-৭ গেমে হেরে যায়।

প্রথম সেটে হারার পর আর ছন্দে ফিরতে পারেনি সানিয়া-বোপান্না জুটি। দ্বিতীয় সেটে লড়াই করতেই পারেননি তাঁরা। হারতে হয় ২-৬ গেমে। সেকেন্ড সার্ভিস ম্যাচে তফাৎ নিয়ে আসে। বিশেষ করে লুইসা স্টেফানির অসাধার দ্বিতীয় সার্ভিসের সঙ্গে আর পাল্লা দিতে পারেননি সানিয়ারা। দ্বিতীয় সেটে সবচেয়ে বেশি ভুল করেন বোপান্না। তৃতীয় গেমেই সার্ভিস ভেঙে যায় তাঁদের। ব্রাজিলীয় জুটি ৪-১ গেমে এগিয়ে গেলে সেখান থেকে আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি ভারতীয় জুটির।