কলকাতা: দল তাঁকে আগেই ছেঁটে ফেলেছে৷ এবার হাত থেকে চাকরি ফসকালো নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার শান্তনু বন্দ্যোপাধ্যায়ের৷ চাকরি থেকেও সাসপেন্ড করা হল তাঁকে৷ বিপাকে হুগলির বহিষ্কৃত যুব তৃণমূল নেতা। তৃণমূল তাঁকে দল থেকে বহিষ্কার করার ২৪ ঘণ্টার মধ্যেই বিদ্যুৎ বণ্টন সংস্থার চাকরিও হারালেন শান্তনু৷
আরও পড়ুন- কোথায় কেষ্ট-কন্যা? বোলপুর ছেড়েছেন, পৌঁছলেন না দিল্লি, ইমেল পাঠিয়ে অন্তরালে সুকন্যা
বাবার অকাল প্রয়াণে বিদ্যুৎ বণ্টন সংস্থায় গ্রুপ ডি পদে চাকরি পেয়েছিলেন তৃণমূলের বহিষ্কৃকৃত এই যুবনেতা। বলাগড়ের সোমড়াবাজারের মগরা বিদ্যুৎ দফতরে কর্মরত ছিলেন তিনি। কিন্তু, এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করল বিদ্যুৎ বন্টন সংস্থা। ২০১৮ সালে তারকেশ্বর থেকে জেলা পরিষদের প্রার্থী হয়ে জয়ী হন শান্তনু। পার্টি করার পাশাপাশি বিদ্যুৎ দফতরে চাকরিও করতেন তিনি। যদিও শান্তনুর সেই সরকারি চাকরি নিয়েও বিভিন্ন সময়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। এবার সেই চাকরিতেই ইতি পড়ল৷ তবে এ বিষয়ে মুখ খুলতে নারাজ তাঁর সহকর্মীরা৷
তবে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, ‘‘আমরা আগেই এই নিয়ে প্রশ্ন তুলেছিলাম,ডেপুটেশনও দিয়েছিলাম। সরকার এখন তদন্ত করে নিজেদের স্বচ্ছ প্রমাণ করতে চাইছে।’’
নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পরই উঠে আসে শান্তনুর নাম৷ এর আগে তাপস মণ্ডলের মুখেও শোনা গিয়েছিল তাঁর নাম৷ এরপর দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হন যুব নেতা। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাগানবাড়ি, ধাবা-সহ অগাধ সম্পত্তি নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন গোয়েন্দারা।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
