সারদার ৬১টি সম্পত্তি উঠছে ই- নিলামে, কবে ও কখন হবে সেই নিলাম?

সারদার ৬১টি সম্পত্তি উঠছে ই- নিলামে, কবে ও কখন হবে সেই নিলাম?

 কলকাতা: চিটফান্ড কাণ্ডে বাজেয়াপ্ত হওয়া সারদা গ্রুপের সম্পত্তি এবার নিলামে৷ মানি কন্ট্রোলের প্রতিবেদন অনুসারে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সারদা গ্রুপের ৬১টি সম্পত্তি নিলাম করতে চলেছে। চিটফান্ডের গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলে তাঁদের প্রতারণা করেছিল সারদা গ্রুপ। রাজ্য ও রাজ্যের বাইরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের সম্পত্তি। তদন্তে নেমে সেই সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এবার সেই সম্পত্তির একাংশ নিলামে উঠছে৷ সূত্রের খবর, আগামী ১৭ জুলাই সারদার বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি নিলাম করা হবে। এই সম্পত্তির মধ্য়ে সারদার নামে থাকে কিছু জমিজমাও রয়েছে বলে খবর। জানা গিয়েছে, সম্পত্তি রিজার্ভ প্রাইস ২৬.২২ কোটি টাকা। 

১২ জুন এ বিষয়ে একটি নোটিশ জারি করে বলা হয়, সারদার সম্পত্তি ই-অকশন হবে৷ যিনি এই সম্পত্তি কিনবেন তাকে সরাসরি ই-নিলামে অংশ নিতে হবে। কোনও তৃতীয় ব্যক্তি এতে হস্তক্ষেপ করতে পারবেন না। অনুমোদিত এজেন্ট বা প্রতিনিধিকে এক্ষেত্রে অ্যালাও করা হবে না। এই নিলামে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করছে সেবি।যিনি নিলামে জয়ী হবেন, তাঁকে সম্পত্তি হস্তান্তরের ফিজ দিতে হবে। তার পরেই সম্পত্তি তাঁর হয়ে যাবে। 

C1 ইন্ডিয়ার উদ্যোগে এই নিলাম করা হবে। সেবিকে সহায়তা করবে কুইকর রিয়েলিটি। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে নিলামপর্ব৷  সূত্রের খবর, সারদা গ্রুপের হাতে মোট ২৩৯টি কোম্পানি ছিল। সেই সকল সংস্থায় প্রায় ১.৭ মিলিয়ন আমানতকারীর থেকে প্রায় ৪,০০০ কোটি টাকা তুলেছিল সারদা গোষ্ঠী। সেই টাকা ফেরত পাননি অধিকাংশ আমানতকারীই৷ পথে বসতে হয় তাঁদের৷  গ্রেফতার হন সারদা কর্তা সুদীপ্ত সেন ও তাঁর সঙ্গীনি দেবযানী মুখোপাধ্যা৷ তাঁরা দু’জনেই এখন জেলে।