বাঁকুড়া: তিনি বাঙালি৷ আর বাঙালি বলে খুবই গর্বিত৷ তাই তো ধুতি-পাঞ্জাবি পরে মনোনয়ন জমা দিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী। হাতে নিলেন গীতা৷ কারণ, ‘গীতাই সত্য’! শুধু এটুকুই নয়, একেবারে তিথি মেনে মনোনয়ন জমা দিলেন বিজেপি’র বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ।
দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সোমবার সকাল সকাল সৌমিত্র পৌঁছে যান বাঁকুড়ার এক্তেশ্বর মন্দিরে। তাঁর সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরাও। মন্দিরে পুজো দেওয়ার পর সোজা জেলাশাসকের অফিসে চলে যান। পরনে ছিল সাদা ধুতি আর হলুদ পাঞ্জাবি। গলায় দলের গেরুয়া উত্তরীয় এবং হাতে গীতা।সৌমিত্র বলেন, “আমি বাঙালি। একসময় ধুতি তো বাঙালির প্রধান পোশাক ছিল। সেই সংস্কৃতিকে ফিরিয়ে আনতেই ধুতি পরে মনোনয়ন দিতে এসেছি৷ আর গীতা সর্বদা সত্যের সঙ্গে থাকার পরামর্শ দেয়। ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে, সত্যের জয় নিশ্চিত। তাই গীতা হাতেই এলাম৷’’ সঙ্গে আরও বলেন, ‘‘আমি জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাসী, তাই তিথি মেনেই মনোনয়ন পেশ করলাম।’’