‘তৃণমূল রুকেগা নেহি’, একুশের মঞ্চ থেকে হুঁঙ্কার সায়নীর

‘তৃণমূল রুকেগা নেহি’, একুশের মঞ্চ থেকে হুঁঙ্কার সায়নীর

 কলকাতা: ধর্মতলায় জনারণ্য৷ সভামঞ্চে উঠলেন তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ৷ তিনি বক্তব্য শুরু করতেই সভামঞ্চে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ‘জয় বাংলা’ স্লোগানে অভ্যর্থনা জানানো হয় তৃণমূল সুপ্রিমোকে৷ সায়নী বলেন, যাঁদের বিরুদ্ধে আমাদের লড়াই তাঁরা রক্ষকের বেশে ভক্ষক৷  দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়েও এদিন সুর চড়ান সাযুব নেত্রী৷ অখণ্ড ভারতের কথা উঠে আসে তাঁর মুখে৷ তিনি বলেন, যাঁরা অখণ্ড ভারতের কথা বলছেন, তাঁরাই ভারত ভাগ করতে মরিয়া৷ এখানেই থামেননি তিনি৷ বলেন, ওরা লেখে বেটি বাঁচাও বেটি পড়াও৷ অথচ মণিপুরে যখন মহিলাদের নগ্ন করে প্যারেড করানো হয়, তখন মৌন ব্রত পালন করে৷  তাঁর কথায়, বিজেপি’র বিরুদ্ধে আন্দোলন চলবে৷ তৃণমূল কংগ্রেস রুকেগা নেহি৷ তবে এদিন বিশেষ সময় নেননি তিনি৷ খুব সংক্ষিপ্ত বক্তৃতাতেই সমাপ্ত করেন৷ 

প্রসঙ্গত, সম্প্রতি নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় সায়নী ঘোষের। ইডির তলবে হাজিরাও দেন তিনি৷ তবে দ্বিতীয়বার সমন এড়ান যুবনেত্রী৷ ভোটের কাজ ব্যস্ত থাকায় আইনজীবী মারফত নথি পাঠিয়ে দেন সায়নী৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *