‘সংবিধান ভেঙে পড়েছে’! মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর ঘটনায় মন্তব্য সুপ্রিম কোর্টের

‘সংবিধান ভেঙে পড়েছে’! মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর ঘটনায় মন্তব্য সুপ্রিম কোর্টের

 নয়াদিল্লি: গত আড়াই মাস ধরে গোষ্ঠীহিংসার আগুনে পুড়ছে উত্তরপূর্বের রাজ্য মণিপুর৷ ধারাবাহিকভাবে হিংসার ঘটনা ঘটছে৷ এই গোষ্ঠী হিংসার সূচনা পর্বেই মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘুরতে বাধ্য করে কিছু মানুষ৷ এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে৷  পরে ওই দুই মহিলাকে গণধর্ষণেরও অভিযোগ ওঠে৷ সেই ঘটনায় এ বার কড়া প্রতিক্রিয়া জানাল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই ঘটনায় কেন্দ্র এবং মণিপুর সরকারের কাছে দ্রুত রিপোর্ট তলব করেছে।

সেই সঙ্গে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের হুঁশিয়ারি, ‘‘বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। এ বিষয়ে সরকার কোনও পদক্ষেপ না করলে আদালত স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করতে বাধ্য হবে।’’ শুক্রবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷ 

বুধবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মণিপুরের ওই ঘটনার ভিডিয়োকে কেন্দ্র করে দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মণিপুর পুলিশের দাবি, এই ভিডিয়োটি গত ৪ মে’র৷ রাজধানী ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে থৌবল জেলায় নংপোক সেকমাই থানার অদূরের ওই দুই মহিলার উপর হামলার ঘটনা ঘটে৷  যদিও একটি সংগঠনের দাবি, ঘটনাটি কঙ্গপোকপি জেলার। বিরোধীদের দাবি, ঘটনার পরেই পুলিশের কাছে অভিযোগ জানানো হয়৷ কিন্তু পুলিশ  কোনও পদক্ষেপ করেনি৷ 

ঘটনার প্রায় ৭৭ দিন পর বুধবার অবশেষে এই ঘটনায় ‘সক্রিয়’ হয়ে ওঠে বিজেপি শাসিত মণিপুরের পুলিশ। রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ বৃহস্পতিবার জানান, ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। টুইটারে তিনি লিখেছেন, ‘‘ঘটনার তদন্ত চলছে। অপরাধীদের যাতে মৃত্যুদণ্ড হয়, তা নিশ্চিত করব আমরা।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *