SC ruling on child pornography
নিজস্ব প্রতিনিধি: এখনও সময় আছে। সাবধান হয়ে যান বিকৃত মনস্ক ব্যক্তিরা। পর্নোগ্রাফির নেশা যাঁদের পেয়ে বসেছে, বিশেষ করে যে বা যাঁরা চাইল্ড পর্নোগ্রাফি দেখা অভ্যাসে পরিণত করেছেন, তাঁদের জন্য এবার বড় শাস্তি অপেক্ষা করে রয়েছে। সোমবার সুপ্রিম কোর্ট বিষয়টি নিয়ে যুগান্তকারী রায় দিয়েছে। এ বিষয়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, শিশু পর্নোগ্রাফি শুধু দেখাই নয়, কেউ যদি সেটি মোবাইল বা অন্য কোনও ইলেকট্রনিক গ্যাজেটে ডাউনলোড করে রাখেন সেটাও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। এমনই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি জেবি পারদিওয়ালার ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ, এই ধরনের ভিডিও দেখা বা ডাউনলোড করলে সেটি ‘পকসো’ আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। (Supreme Court ruling on child pornography)
কোন মামলায় এই নির্দেশ child pornography
গত ১১ জানুয়ারি এস হরিশ নামে তামিলনাড়ুর এক যুবকের বিরুদ্ধে এই সংক্রান্ত মামলা খারিজ করে দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট। সেদিন মাদ্রাজ হাইকোর্ট জানায় ‘পকসো’ আইন অনুযায়ী কোনও অভিযুক্ত যদি চাইল্ড পর্নোগ্রাফি সংক্রান্ত কিছু তৈরি করেন, কাউকে সেটি পাঠান বা ছেপে প্রকাশ করেন, তাহলেই তিনি দোষী সাব্যস্ত হবেন। কিন্তু অভিযুক্ত হরিশ শুধুমাত্র তাঁর স্মার্টফোনে শিশু পর্নোগ্রাফি সংক্রান্ত ভিডিও ডাউনলোড করে দেখেছিলেন। সেই ভিডিও তিনি কারও সঙ্গে শেয়ার করেননি। এই যুক্তি দেখিয়ে সেদিন অভিযুক্তের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ করে দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট। এরপরই মাদ্রাজ হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সরকার পক্ষ। সেই মামলার শুনানিতেই এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।
এছাড়া সুপ্রিম কোর্ট জানিয়েছে শিশু পর্নোগ্রাফি দেখা ও ইলেকট্রনিক গ্যাজেটে ডাউনলোড করে রাখলে সংশ্লিষ্ট ব্যক্তির ন্যূনতম পাঁচ হাজার টাকা জরিমানা হতে পারে। ফের একই অপরাধ করলে জরিমানা বেড়ে হতে পারে ১০ হাজার টাকা। আর এমন ভিডিও কেউ প্রচার বা বাণিজ্যিক কারণে ব্যবহার করলে জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির পাঁচ বছরের কারাদণ্ড পর্যন্ত হতে পারে। আর এই অপরাধ ফের করলে জরিমানার পাশাপাশি সাত বছর কারাদণ্ড হতে পারে। অর্থাৎ কড়া শাস্তির মুখে পড়তে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। তাই এই অত্যন্ত খারাপ অভ্যাস যাঁদের রয়েছে, তাঁরা যদি এমন অসভ্যতা আগামী দিনে ফের করেন, তাহলে জেলের ঘানি টানতে হতে পারে তাঁদের। উল্লেখ্য ভারতীয় ন্যায় সংহিতা আইনেও শিশুদের ওপর যৌন অত্যাচার বা অন্যান্য অপরাধ নিয়ে কড়া শাস্তির বিধান রয়েছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিল তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন-
আরজি কর কাণ্ডে এবার সিবিআই রাডারে টিএমসিপি নেতা!
‘এক দেশ এক নির্বাচনে’র পর বিজেপির লক্ষ্য লোকসভায় আসন বৃদ্ধি!
National: Supreme Court’s landmark ruling: Viewing or downloading child pornography is now a punishable offense under POCSO Act. Chief Justice DY Chandrachud and Justice JB Pardiwala’s bench emphasizes strict penalties. Stay informed and compliant with the law