কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালির নিয়োগ অবৈধ, হাই কোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালির নিয়োগ অবৈধ, হাই কোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে

কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের পুনর্নিয়োগ মামলায় কলকাতা হাই কোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট। সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে পুনরায় নিয়োগের বিষয়ে নবান্ন যে সিদ্ধান্ত নিয়েছিল তা আগেই খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য। কিন্তু, এদিন হাই কোর্টের রায়ই বহাল রাখল সর্বোচ্চ আদালত। মঙ্গলবার দুই বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, রাজ্যপালের ক্ষমতার উপর ‘হস্তক্ষেপ করে’ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালিকে দ্বিতীয় বার নিয়োগ করা হয়েছে। এই মামলায় হাই কোর্টের রায়ই বহাল থাকবে।

আরও পড়ুন- পার্থর ফোনে মানিকের নম্বর সেভ ছিল ‘মানিক ভট্টাচার্য ল’ নামে! চার্জশিটে জানাল ইডি

কলকাতা হাইকোর্টে সোনালির নিয়োগ নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার রায়ে হাই কোর্ট জানিয়েছিল, উপাচার্য পদে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে পুনরায় নিয়োগের জন্য নবান্ন এক তরফা সিদ্ধান্ত নিয়েছিল। এই সিদ্ধান্ত খারিজ করা হল। আদালত স্পষ্ট জানায়, এইভাবে কোনও বিশ্ববিদ্যালয়ের মাথায় পছন্দের লোক বসানো যায় না। সুপ্রিম কোর্ট এই মামলা শোনার পর একই মত জানায়। সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও হিমা কোহলির বেঞ্চ তাদের চূড়ান্ত রায়ে জানায়, হাইকোর্টের রায় সর্বতো ভাবে ঠিক। আদালত এও জানায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইনে যে ‘সমস্যার অপসারণে’র ধারা (রিমুভাল অফ ডিফিকাল্টি) রয়েছে, তার অপব্যবহার করে ওই নিয়াগ করেছে রাজ্য। আর সেটা করতে গিয়েই পশ্চিমবঙ্গে সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য রাজ্যপালের ক্ষমতায় হস্তক্ষেপ করা হয়েছে।