SEBI New Rule F&O Trading
আপনি কি অপশন ট্রেডার? তাহলে আপনার জন্য রয়েছে বড় আপডেট! দীর্ঘ জল্পনার পর অবশেষে অপশন ট্রেড সংক্রান্ত আট দফা বিধিনিষেধ জারি করল শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি৷
Upfront collection of Option Premium from buyers
সেবির তরফে জানানো হয়েছে, আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে অপশন বায়ারদের কাছ থেকে আগাম অপশন প্রিমিয়ামের অর্থ কেটে রাখবে ব্রোকারা৷ অর্থাৎ এতদিন একলট নিফটির কল বা বা পুট কিনতে যদি আড়াই হাজার টাকা প্রয়োজন হত, তাহলে এবার থেকে প্রায়োজন হবে প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা৷ কিন্তু এখানে প্রশ্ন উঠছে, অপশন বায়াররা এমনিতেই প্রিমিয়াম দিয়েই অপশন কনট্রাক্ট কিনে থাকেন৷ তাহলে এই বায়ারদের উপর কোপ বসানো হচ্ছে? সেবি এই ব্যবস্থা গ্রহণ কি অপশন মার্কেটকে আরও কঠিন করে তুলতে চাইছে?
Removal of Calendar spread treatment on the Expiry Day
এক্সপায়ারি ট্রেডের ক্ষেত্রেও বড়সড় কোপ দিয়েছে সেবি৷ এক্সপায়ারি ট্রেডে ক্যালান্ডার স্প্রেড বন্ধ করার বিজ্ঞাপ্তি জারি করেছে বাজার নিয়মক সংস্থা৷ একই সঙ্গে ইন্ট্রাডে পজিশন লিমিটের উপরও ব্রোকারদের নজর রাখার নির্দেশও দিয়েছে দেওয়া হয়েছে৷ আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে এই বিধি কার্যকর হবে৷
Intraday monitoring of position limits
অপশন বায়ারদের পাশাপাশি খানিকটা কোপ পড়েছে অপশন রাইটারদের উপরও৷ আগামী ২০ নভেম্বর থেকে অপশন রাইট করতে প্রয়োজন হবে আরও বেশি মার্জিন৷ যত এক্সপায়ারি কাছে আসবে, তত বেশি মার্জিন প্রয়োজন হবে অপশন রাইটিংয়ের ক্ষেত্রে৷ ফলে, সাধারণ ট্রেডররা চাইলেও অপশন সেল করে মুনাফা তুলতে পারবেন না৷
Contract size for index derivatives
অপশন কন্ট্রাক্ট সাইজও বাড়তে চলেছে৷ এতদিন যে কনট্রাক সাইজ ছিল ৫ থেকে ১০ লক্ষ টাকার মধ্যে, সেটাই এখন হতে চলেছে ১৫ থেকে ২০ লাখ টাকারও বেশি৷ আগামী দিন তা আরও বাড়বে বলেও সাফ ইঙ্গিত দিয়েছে সেবি৷ একই সঙ্গে বাড়তে চলেছে লট সাইজ৷ নিফটির লট ৬০ পর্যন্ত হতে পারে বলেও আশঙ্কা তৈরি হয়েছে৷ তবে কবে থেকে লট সাইজ বাড়ছে, তা এখনও সরকারি ভাবে ঘোষণা হয়নি৷ তবে, যদি লট সাইজ বাড়ে তাহলে সাধারণ ট্রেডারদের জন্য অপশনে ট্রেড করা কার্যত স্বপ্ন হয়ে দাঁড়াবে৷
Rationalization of We ekly Index derivatives products
সাপ্তাহিক এক্সপায়ারির উপরও জারি হয়েছে বিধিনিষেধ৷ সপ্তাহে একটি এক্সপায়ারি হবে বলেও জানানো হয়েছে৷ এক একটি এক্সচেঞ্জের সমস্ত ইনডেক্সের এক্সপায়ারি হবে সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে৷ এতদিন কোনও কোনও এক্সচেঞ্জের কোনও না কোনও ইনডক্সের এক্সপায়ারি থাকত প্রায় প্রতিদিন৷ এখন সেটা আর হবে না৷ আর এক্সপায়ারি দিন অপশন সেল করলে অপশন রাইটারকে ২ শতাংশ মার্জিন অতিরিক্ত রাখার নির্দেশ দিয়েছে সেবি৷ ফলে, এক্সপায়ারি ট্রেড করার দিন এখন কার্যত নেই বললেই চলে৷ আগামী ২০ নভেম্বর থেকে এই বিধি কার্যকর হবে৷
Increase in tail risk coverage on the day of options expiry
সেবির দাবি এই বিধিনিষেধ সাধারণ ট্রেডারদের স্বার্থে করা হয়েছে৷ কিন্তু এই নির্দেশ আদতে কতটা সাধারণ ট্রেডারদের জন্য ভেবে করা হয়েছে, তা নিয়েও থেকেই যাচ্ছে৷
সেবির বিজ্ঞপ্তি দেখুন নিচের লিঙ্কে
আরও পড়ুন-
আরও নিচে নামবে NIFTY? কী হাল BANK NIFTY-র?
সরকারের হাত ধরে বড় লাফ BSNL-এর, এবার কী করবে আম্বানির জিও?
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভেলে চোখ ধাঁধানো অফার, কী কী রয়েছে জানেন?
বছরের সবচেয়ে বড় সেল শুরু! iPhone-15 সহ গুচ্ছে পণ্যে রয়েছে ধামাকা অফার
উধ্বমুখী সূচক! রিলায়েন্স পাওয়ারের শেয়ার বাড়ল ৫% Reliance Power Limited
নাবালকদের জন্য পেনশন প্রকল্প চালু করল কেন্দ্র, রয়েছে শেয়ার,বন্ডে বিনিয়োগের সুযোগ!