মানবিক বীরু! করমণ্ডল দুর্ঘটনায় নিহতদের সন্তানরা বিনা খরচে পড়বে তাঁর স্কুলে

মানবিক বীরু! করমণ্ডল দুর্ঘটনায় নিহতদের সন্তানরা বিনা খরচে পড়বে তাঁর স্কুলে

2959e421828bd7674aafbde9e19394ac

 নয়াদিল্লি: করমণ্ডল দুর্ঘটনার বিভৎসতার সাক্ষী থেকেছে গোটা দেশ৷ সেই অভিঘাত পেরিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বালেশ্বরের রেল পথ৷ দুর্ঘটনার পরই নিহতদের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তরফে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। এবার করমণ্ডলে নিহতদের পরিবারের পাশে এসে দাঁড়ালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ। মানবিক ক্রিকেটারের ঘোষণা, নিহতদের পরিবারের সন্তানদের পড়াশোনার দায়িত্ব তাঁর৷ 

রবিবার সন্ধ্যায় টুইট করে নিজের এই সিদ্ধান্তের কথা জানান বীরেন্দ্র সেওয়াগ। তিনি লেখেন, ‘‘বিভীষিকাময় এই দৃশ্যগুলি আমাদের বহুদিন তাড়া করে বেড়াবে।’ এক দুর্ঘটনায় ভেসে গিয়েছে বহু পরিবার৷ এমতাবস্থায় তিনি নিজে দায়িত্ব নিতে চান নিহতদের সন্তানের পড়াশোনার। সেওয়াগ জানান, বাবা-মা হারা সন্তানরা নিখরচায় পড়তে পারবে সেওয়াগ ইন্টারন্যাশনাল স্কুলে। 

নিজে অসহায় ছেলেমেয়েদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার পাশাপাশি সেওয়াগ টুইটারে ধন্যবাদ জানিয়েছেন উদ্ধারকার্যে সাহায্য করা এবং স্বেচ্ছায় রক্তদান করা স্থানীয় বাসিন্দাদেরও।  প্রসঙ্গত, সেওয়াগের পাশাপাশি নিহতদের পরিবারের সন্তানদের পড়াশোনার খরচ বহনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আদানি গ্রুপের পক্ষ থেকেও।