ফের মিলবে ট্রেনের টিকিটে ছাড়, দীপাবলীর আগে প্রবীণদের জন্য সুখবর রেলের

ফের মিলবে ট্রেনের টিকিটে ছাড়, দীপাবলীর আগে প্রবীণদের জন্য সুখবর রেলের

নয়াদিল্লি:  দীপাবলীর আগে যাত্রীদের সুখবর শোনাল রেল৷ ফের ট্রেনের টিকিটে ছাড়ের সুবিধা পাবেন প্রবীণ নাগরিক, খেলোয়াড়-সহ বিভিন্ন বিভাগের যাত্রীরা। যদিও এখনও এই পরিষেবা চালু করেনি রেল৷ তবে টিকিটে ছাড় নিয়ে পরিকল্পনা করছে রেল। উল্লেখ্য, করোনা পর্বের আগে যাত্রীদের এই সুযোগ দিত রেল৷ কিন্তু করোনা আবহে তা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আগের সব পরিষেবা চালু করা হলেও টিকিটে ছাড় আর চলু করা হয়নি৷ এই নিয়ে বিরোধীরা কম সমালোচনা করেনি৷ সেই সকল সমালোচনার কথা মাথায় রেখেই এই পরিষেবা ফিরিয়ে দিতে চলেছে ভারতীয় রেল। সূত্রের খবর, আপাতত জেনারেল ও স্লিপার ক্লাসের জন্যই এই সুযোগ দেওয়া হবে৷

আরও পড়ুন- আসছে ভূত চতুর্দশী, আরও ভয়ানক হয়ে ওঠে দেশের এই রেল স্টেশনগুলি! এখানে যে ভূতেদের বাস

জানা যাচ্ছে, নতুন করে টিকিটে ছাড়ের ব্যবস্থা ফিরিয়ে আনা হলেও, তাতে কিছুটা বদল আনা হতে পারে৷ রেলের টিকিটে ছাড় পাওয়ার ক্ষেত্রে আগে সুবিধা পেতেন ৫৮ উর্ধ্ব মহিলা ও ৬০ উর্ধ্ব পুরুষ যাত্রীরা৷ সূত্রের দাবি, এবারে ছাড়ের সুবিধা পাবেন ৭০ উর্ধ্ব যাত্রীরা। মনে করা হচ্ছে ভর্তুকি বজায় রেখে ছাড় দিয়ে রেলের উপর আর্থিক বোঝার সমতা রক্ষা করাই রেলের লক্ষ্য।