‘ইন্ডিয়া’র বৈঠকে শুধুই চা-বিস্কুট, নেই শিঙাড়া! কংগ্রেসের উপর বেজায় চটলেন বিরোধী সাংসদ

‘ইন্ডিয়া’র বৈঠকে শুধুই চা-বিস্কুট, নেই শিঙাড়া! কংগ্রেসের উপর বেজায় চটলেন বিরোধী সাংসদ

chai biscuit

নয়াদিল্লি: দিল্লিতে এ বার বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকের আয়োজক ছিল কংগ্রেস৷ ওই বৈঠকে উপস্থিত সদস্যদের দেওয়া হয় শুধুই চা-বিস্কুট৷ যা দেখে কংগ্রেসের উপর ক্ষোভ উগরালেন জেডি(ইউ) সাংসদ সুশীলকুমার পিন্টু। ক্ষোভের নেপথ্য কারণ শিঙাড়া! 

কংগ্রেসের তহবিলের এখন ভাটার টান। খুব বেশি আয়োজনের দিকে তাঁরা যাননি৷ এদিন মশকরা করে পিন্টু বলেন, আগের দিন তাও শিঙাড়া দেওয়া হয়েছিল। এদিন তাও জুটল না৷ তবে, বিরোধী সাংসদের ক্ষোভের পিছনে একটি রাজনৈতিক কারণও রয়েছে। পিন্টুর দাবি, মঙ্গলবার ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে বিরোধী নেতানেত্রীদের মধ্যে গুরুত্বপূর্ণ কোনও বিষয় নিয়ে কোনও আলোচনাই হয়নি। বৈঠক সীমাবদ্ধ ছিল চা-বিস্কুটের মধ্যেই। এই দাবির সপক্ষেই কি তবে শিঙাড়ার প্রসঙ্গ টেনে আনলেন পিন্টু, তা অবশ্য স্পষ্ট নয়।

নীতীশ কুমারের দলের সাংসদ পিন্টু বুধবার সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, “মঙ্গলবার বৈঠকে জোট নিয়ে আলোচনা করতে বড় বড় নেতানেত্রীরা উপস্থিত হয়েছিলেন। কিন্তু, সেখানে এই বিষয়ে কোনও আলোচনাই হয়নি।’’ তিনি আরও বলেন, ‘‘গত কালের বৈঠকে কেবল চা আর বিস্কুটই ছিল৷ সেখানে শিঙাড়া ছিল না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *