নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনটি গাড়িকে পিষে দিন বাস! ভয়ঙ্কর দুর্ঘটনা ঠাকুরপুকুরে

নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনটি গাড়িকে পিষে দিন বাস! ভয়ঙ্কর দুর্ঘটনা ঠাকুরপুকুরে

5ad31e52b2acf28df51b0d0d64364cf9

কলকাতা: সপ্তাহের প্রথম দিনই ভয়ঙ্কর দুর্ঘটনা৷ নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ওঠে যায় ২৩৫ নম্বর রুটের যাত্রীবাহী বাস। ওই বাসের ঠিক পিছনে ছিল একটি লাক্সারি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে ২৩৫ নম্বর রুটে ওই বাসটির পিছনে ধাক্কা মারে। সোমবার সকালে ব্যস্ত সময়ে বেহালার ঠাকুরপুকুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷ আহত হয়েছেন এক ফল ব্যবসায়ীও৷ তিনি রাস্তার ধারে দোকান নিয়ে বসেছিলেন৷ বাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন ওই ফল বিক্রেতা। তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক। দুটি বাসেরই সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। ঘটনাস্থলে পুলিশ আসার আগেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগায়৷ এর পর পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *