শাহরুখ-কন্যা সুহানা আর বিগ বি-র নাতি অগস্ত্য কি প্রেম করছেন? ফাঁস করলেন তাঁদেরই এক ঘনিষ্ঠ

শাহরুখ-কন্যা সুহানা আর বিগ বি-র নাতি অগস্ত্য কি প্রেম করছেন? ফাঁস করলেন তাঁদেরই এক ঘনিষ্ঠ

shah rukh

মুম্বই:  দু’জনের পরিবারই অভিনয় জগতের সঙ্গে যুক্ত৷ তাঁরা দু’জনেও সদ্য শুরু করেছেন তাঁদের অ্যাক্টিং কেরিয়ার৷ একজন বলিউড বাদশা শাহরুখ খানের মেয়ে সুহানা খান৷ অন্যজন শাহেনশা তথা বিগ বি অমিতাভ বচ্চনের নাতি অগ্যস্ত নন্দা৷ তাঁদের পরিচয় অনেক দিনেক৷ তবে কাজ শুরু জোয়া আখতারের ছবি ‘দি আর্চিজ’-এর সেট থেকে৷ সেখান থেকেই নাকি ঘনিষ্ঠতা৷ বলিউডে কান পাতলেই শোনা যায়, তাঁরা নাকি প্রেম করছেন৷ একথা কতটা সত্যি? 

‘দি আর্চিজ’-এ সুহানা আর অগস্ত্য ছাড়াও অভিনয় করেছিলেন খুশি কাপুর, মিহির অহুজা, বেদং রায়না, যুবরাজ মেন্ডা এবং আরও অনেকে। সুহানা এবং অগস্ত্যের সম্পর্কের গুঞ্জনের মাঝেই মিহির এক সাক্ষাৎকারে দু’জনের প্রেম নিয়ে মন্তব্য করেছেন৷ তাঁর কথায়, ‘‘অবশ্যই ওদের নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। নানা রকম গুঞ্জনও শোনা যাচ্ছে। তাতে অবশ্য আমার আলাদা করে কিছু মনে হয় না। তবে সুহানা আর অগস্ত্য সত্যিই কি সম্পর্কে রয়েছে? তাদের দেখে কিন্তু বোঝার উপায় নেই। তাই আমারও একটু সন্দেহ রয়েছে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − twelve =