অশ্লীল ভিডিও ছড়িয়ে বিপাকে শার্লিন চোপড়া! গ্রেফতারি রুখতে হাইকোর্টে অভিনেত্রী

অশ্লীল ভিডিও ছড়িয়ে বিপাকে শার্লিন চোপড়া! গ্রেফতারি রুখতে হাইকোর্টে অভিনেত্রী

 মুম্বই:  ফের বিতর্কে জড়িয়ে মুম্বাই হাইকোর্টে দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতে আগাম জামিনের আবেদন করলেন অভিনেত্রী ও প্রযোজক শার্লিন চোপড়া। উল্লেখ্য, ইন্টারনেটে অশ্লীল ভিডিও আপলোডের দায়ে গত সপ্তাহে তার বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টে দায়ের হয় একটি মামলা। আর সেই মামলার জেরে ফের আগাম জামিনের আবেদন নিয়ে মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হলেন এই অভিনেত্রী। প্রসঙ্গত উল্লেখ্য, ওর আগেও গত ৮ ই ফেব্রুয়ারি এই আবেদন করেছিলেন শার্লিন, কিন্তু নানা কারণে তার এই আবেদন খারিজ হয়ে যায় মুম্বাইয়ের সেশন আদালতে। 

এই প্রসঙ্গে মুম্বাই পুলিশের একটা বয়ানে সূত্রে জানা গেছে যে এখনই কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবেনা শার্লিনের বিরুদ্ধে এবং এর পূর্ণাঙ্গ শুনানি হবে আগামী ২২ শে ফেব্রুয়ারি। উল্লেখ্য, গতকাল এই মামলার শুনানি হয় বিচারপতি পিডি নায়েকের সিঙ্গেল বেঞ্চের সামনে। এই শুনানিতে শার্লিন চোপড়ার আইনজীবী চিরঞ্জিত চন্দ্রোপল জানান যে, এই মামলায় অভিনেত্রী সম্পূর্ণভাবে নির্দোষ। তিনি আরো বলেন যে, শার্লিনের অনুমতি ছাড়াই এই ভিডিওগুলো কেউ ষড়যন্ত্র করে বিনামূল্যের সাইটে আপলোড করেছে। শার্লিন আইনজীবী চন্দ্রোপল আরো জানান যে, ভিডিওগুলো একটি ব্রিটিশ যুক্তরাজ্যের তৈরি সাইটে রয়েছে যার ডিরেক্টর পদে রয়েছেন শার্লিন চোপড়া নিজে। পাশাপাশি আইনজীবী আরো দাবি করেছেন যে, ভিডিওগুলো টাকার বিনিময়ে দেখার নিয়মে আপলোড করা হলেও কেউ পাইরেসি করে সেগুলিকে ফ্রি করে দিয়েছে।

উল্লেখ্য, গতবছর ৬ ই নভেম্বর অভিনেত্রী ও প্রযোজক শার্লিন চোপড়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯২ (অশ্লীল কনটেন্ট) ধারা, ইনফরমেশন টেকনোলজি আইন, ২০০৮-এর ৬৭ এবং ৬৭এ ধারায় শার্লিনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল। আর তারপরেই বেকায়দায় পড়তে হয় অভিনেত্রীকে। তবে এই মামলায় লড়তে সবরকম নথি পেশ করা হবে বলে জানিয়েছেন শার্লিনের আইনজীবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 15 =