কলকাতা: নিভে আসছে জীবন প্রদীপ৷ আর হয়তো খুব কম দিনই হতে রয়েছে তাঁর৷ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত শিবানী চক্রবর্তী শাহরুখ খানের বড় ফ্যান৷ জীবন ফুরনোর আগে একবার প্রিয় নায়ককে সামনে থেকে দেখতে চান তিনি৷
খড়দহের দক্ষিণপল্লির বাসিন্দা শিবানীর বয়স এখন ষাট৷ আগে চাকরি করতেন৷ একটি কন্যা সন্তান রয়েছে তাঁর৷ নাম প্রিয়া। মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে তিনি উদ্যোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি তুলে ধরেন৷ তাঁর সেই পোস্ট শাহরুখ খানের চোখে না পড়ারই কথা। তবে প্রিয়ার আশা, কোনও সহৃদয় মানুষ কখনও যদি পোস্টটির কথা শাহরুখের কান পর্যন্ত পৌঁছে দেন, যদি সময় সুযোগ করে এক প্রৌঢ়ার শেষ ইচ্ছা পূরণ করেন তাঁর প্রিয় নায়ক! বলিউড বাদশার সঙ্গে মৃত্যু পথযাত্রী এক বৃদ্ধার দেখা করার শেষ ইচ্ছার কথাই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ প্রিয়ার পোস্ট ঘুরপাক খাচ্ছে গোটা উত্তর শহরতলিতে।