হাথরাস: হাথরাসে ক্রমেই বেড়ে চলেছে মৃত্যু মিছিল৷ হাসপাতালের মর্গে লাশের স্তুপ৷ শিশু থেকে বৃদ্ধ, বৃদ্ধা, মহিলা— টেম্পো, বাসে ভরে ভরে দেহ আসছিল হাসপাতালের মর্গে। হাসপাতাল জুড়ে স্বজনহারাদের আর্তনাদ৷ এমন এক শোকাতুর পরিবেশে দম বন্ধ হয়ে আসছিল তাঁর৷ যা দেখে অসুস্থ হয়ে পড়েন পুলিশকর্মী৷
হাথরসে পদপিষ্টের ঘটনার পরই পরিস্থিতি সামাল দিতে মেডিক্যাল কলেজের মর্গে মোতায়েন করা হয়েছিল দুই পুলিশকর্মীকে। তাঁদের মধ্যে এক জন কনস্টেবল রবি কুমার। দুপুরের পর থেকে বাড়ছিল মৃতের সংখ্যা৷ চোখের সামনে এত লাশ, রক্ত, আর্তনাদ দেখে অস্থির হয়ে পড়েন রবি। মর্গের সামনেই পায়চারি শুরু করেন তিনি৷ এর পর আচমকাই অসুস্থবোধ করতে থাকেন রবি। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে ২০ মিনিটের মধ্যেই মৃত্যু হয় তাঁর। হৃদ্রোগে আক্রান্ত হয়েই ওই পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে৷