মুম্বই: প্রেম করছেন ওঁরা৷ জোর গুঞ্জন নেটপাড়ায়৷ ক্রিকেট ইশ্বর শচীন তেন্ডুলকরের কন্যা সারা ও ভারতীয় ক্রিকেট তারকা শুভমন গিলের সম্পর্ক এখন টক অফ দ্য টাউন। সারা ডাক্তারি পাশ করলেও, আপাতত তিনি মডেলিং-এর সঙ্গে যুক্ত। ভবিষ্যতে বড় পর্দাতেও দেখে যেতে পারে তাঁকে৷ তবে ফিল্মি পার্টির চেয়ে খেলার মাঠেই তাঁর আনাগোনা বেশি। ইতিমধ্যেই মাঠে তিনি ‘ভাবী’ হয়ে উঠেছেন৷ শুভমনকে দেখে মুম্বইয়ের মাঠে দর্শকরা স্লোগান তোলেন, ‘হামারি ভাবী ক্যায়সি হো, সারা ভাবী যয়সি হো৷’’ এরই মধ্যে সারা ও শুভমনের একান্তে কাটানো কিছু ছবি নেটপাড়ায় ভাইরাল৷ সেখানে দেখা গিয়েছে শুভমনের গলা জড়িয়ে রয়েছেন সারা। দু’জনের মুখেই হাসি। এই ছবি দেখেই নেটাগরিকদের প্রশ্ন, তবে কি সম্পর্কে সিলমোহর দিয়ে দিলেন তাঁরা?
ক্রিকেট প্রেমীরা যখন সারা-শুভমনের সম্পর্ক নিয়ে মশগুল, তখন জানা গেল অন্য সত্য। আসলে এটা আসল ছবি নয়৷ বরং কাটছাঁট করে বানানো। ছবিটি আসলে সারা ও তাঁর ভাই অর্জুন তেন্ডুলকরের। সেখানেই কারসাজি করে অর্জুনের বদলে শুভমনের মুখ বসানো হয়েছে। গোটাটাই ‘ফটোশপ’-এর কারসাজি। আসলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের ম্যাচে সারার উপস্থিতি, শুভমন আউট হতেই সারার চোখে মুখে হতাশা, কিংবা অম্বানীদের অনুষ্ঠানে দু’জনের একসঙ্গে উপস্থিতিতে তাঁদের প্রেমের জল্পনা বহুগুণ বাড়িয়ে তুলেছে৷ তারই মধ্যে কেউ ছবি ফটোশপ করে এই কীর্তি ঘটিয়েছে৷