গণনায় কারচুপি! ‘ব্যর্থ’ কমিশনকে ‘দুষে’ আদালতে যাওয়ার হুমকি শুভেন্দুর

গণনায় কারচুপি! ‘ব্যর্থ’ কমিশনকে ‘দুষে’ আদালতে যাওয়ার হুমকি শুভেন্দুর

কলকাতা: নন্দীগ্রামে গণনায় কারচুপির অভিযোগ তুলে আগেই সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার ভোটে কারচুপির অভিযোগ এনে নির্বাচন কমিশনকে দুষলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী৷ এমনকী এই ইস্যুতে আদালতে যাওয়ার হুমকিও দিলেন তিনি৷ 

আরও পড়ুন- মমতার শপথেও বাড়তি নজর অভিষেকে! সাফল্যের কৃতিত্ব তাঁরও

গতকাল তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর ওই দিনেই প্রতিবাদে ধর্নায় বসে বিজেপি৷ অভিযোগ তাঁদের দলীয় কর্মীদের উপর আক্রমণ চালাচ্ছে তৃণমূল৷ এর প্রতিবাদেই মুরলীধর সেন লেনে ধরনায় বসেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, রাজীব বন্দ্যোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত সহ বিজেপি’র একাধিক নব নির্বাচিত সদস্যরা৷  এই প্রতিবাদ মঞ্চে উপস্থিত ছিলেন খোদ শুভেন্দুও৷ প্রতিবাদ মঞ্চ থেকেই সুর চড়িয়ে শুভেন্দু বলেন, কেন্দ্রীয় বাহিনী শান্তিপূর্ণ ভোট করালেও গণনার কাজে ব্যর্থ কমিশন৷ গণনাকেন্দ্রে ঢুকতে পারেনি বিজেপি’র এজেন্ট৷ সেই ফাঁকেই কারচুপি হয়েছে৷ যে কারণেই ১০০ আসনও পায়নি ভারতীয় জনতা পার্টি৷ নন্দীগ্রামের বিধায়কের দাবি, সরকার গড়তে না পারলেও অনেক বেশি আসনে জিতত তাঁরা৷ গণনায় কারচুপি করায় এত কম আসন এসেছে তাঁদের দখলে৷   
  

আরও পড়ুন- ‘নগরীর নটী’ বিতর্ক, তথাগতকে পাল্টা ‘হুঁশিয়ারি’ তনুশ্রীর

কমিশনকে তুলোধোনা করে শুভেন্দু বলেন, কোভিড প্রোটোকল মেনে কাউন্টিং হলে দূরত্ব বিধির উপর জোড় দেওয়া হয়েছিল৷ আর এর জন্যই একটি ঘরে সাতটি করে টেবিল রেখে গণনা করা হয়। প্রতিটি গণনা টেবিলের মধ্যে ৬ ফুটের দুরত্ব ছিল। যার জেরে এজেন্টরা অনেক জায়গাতেই সঠিক ফল দেখতে পারেননি। তাঁর আরও দাবি, ঠিক মতো গণনা করা হলে আড়াই কোটির বেশি ভোট পেত বিজেপি। পাশাপাশি ভোট পুনর্গণনার দাবি জানিয়ে তিনি আদালতে যাবেন বলেও সুর চড়ান শুভেন্দু৷ তাঁর দাবি, প্রতিটি ইভিএম আবার গণনা করতে হবে। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 3 =