কলকাতা: প্রয়াত সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। গত ১৯ আগস্ট ফুসফুসে গুরুতর সংক্রমণের পর দিল্লির এইমসে ভর্তি করানো হয়েছিল ইয়েচুরিকে। প্রথম থেকেই আইসিইউয়ে রাখা হয়েছিল তাঁকে। এরপর অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। (Sitaram Yechury)
গুরুত্ব হারাবে ‘বেঙ্গল লবি’?
গত সোমবার অবস্থার আরও অবনতি হয়। এরপর বৃহস্পতিবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আর তাঁর প্রয়াণের পরই অবধারিত ভাবে একটি বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেটা হল সিপিএমের অন্দরে এবার কী কিছুটা হলেও গুরুত্ব হারাবে ‘বেঙ্গল লবি’? তারা কি কোনঠাসা হয়ে পড়বে? ঘটনা হল দেশের একমাত্র কেরলে সিপিএমের সরকার রয়েছে।
‘কেরল লবি’র ব্যাপক দাপট
সিপিএম রাজনীতিতে দীর্ঘদিন ধরেই ‘কেরল লবি’র ব্যাপক দাপট রয়েছে। সেই সূত্রে পশ্চিমবঙ্গে যখন কংগ্রেসের সঙ্গে রাজ্য সিপিএম নেতৃত্ব জোট করার ব্যাপারে মনস্থির করে নিয়েছিলেন তখন তাতে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে আপত্তি তুলেছিল ‘কেরল লবি’র বড় অংশ। বিষয়টি নিয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরোয় বহু আলোচনা এবং বিতর্ক হয়।
শক্ত হাতে মোকাবিলা করতেন ইয়েচুরি (Sitaram Yechury)
শোনা যায় প্রকাশ কারাত, বৃন্দা কারাত ও তাঁদের অনুগামীরা কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোট মানতে চাইছিলেন না। সেই সময় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে সীতারাম ইয়েচুরি শক্ত হাতে বিষয়টির মোকাবিলা করেন। মূলত তাঁর হস্তক্ষেপ ও ইচ্ছাতেই বাংলায় জোট বা আসন সমঝোতা হয়েছিল কংগ্রেস-সিপিএমের মধ্যে।
বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে সমালোচনা
যা এই দুটি দলের যুগান্তকারী পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে রাজ্য তথা কেন্দ্রীয় রাজনীতিতে। ইয়েচুরির স্পষ্ট বার্তা ছিল পশ্চিমবঙ্গে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে তাঁদের সমানভাবে লড়াই চলবে। সেক্ষেত্রে সমমনোভাবাপন্ন দলের সঙ্গে জোট বা আসন সমঝোতা করলে অসুবিধা কোথায়? মূলত এই বিষয়টিকে সামনে রেখেই ইয়েচুরির সবুজ সংকেত পেয়ে বঙ্গে বাম-কংগ্রেসের জোট হয়েছিল।
রাজ্যসভার সাংসদ ছিলেন ইয়েচুরি
২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত হয়ে রাজ্যসভার সাংসদ ছিলেন ইয়েচুরি। নিজের মাতৃভাষার পাশাপাশি হিন্দি, ইংরেজি ও বাংলাতেও সমান দক্ষ ছিলেন তিনি। গড়গড় করে বাংলা বলতে পারতেন তিনি। সব মিলিয়ে সিপিএমের ‘বেঙ্গল লবি’র সঙ্গে ইয়েচুরির ‘বন্ডিং’ বেশ মজবুত ছিল। তাই আগামী দিনে সিপিএমের নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে হবেন, এবং তাঁর সঙ্গে পার্টির ‘বেঙ্গল লবি’র সম্পর্ক কতটা মসৃণ হবে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
আরও পড়ুন-
জুনিয়র চিকিৎসকদের এই মোক্ষম প্রশ্নের আদৌ কোনও জবাব আছে নবান্নের?
বিজেপি-সিপিএম-কংগ্রেস নয়, মমতার রাতের ঘুম কেড়ে নিয়েছেন সাধারণ মানুষ!
তিনি জননেতা নন, তবুও জহর বিদ্রোহে কেন অস্বস্তিতে পড়ল তৃণমূল?
বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ! উঠছে বহু প্রশ্ন, উত্তর আছে স্বাস্থ্য দফতরের?
পুজো মণ্ডপের বাইরে কোন দায়িত্বে থাকবেন বিজেপি নেতাকর্মীরা? সাড়া দেবে বাংলার জনতা?
রিজওয়ানুরের পর আরজিকর কাণ্ড, ফের কলকাতা পুলিশের ভূমিকায় উঠল প্রশ্ন!
কোন অঙ্কে সুখেন্দু শেখরের বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নেওয়া কঠিন তৃণমূলের কাছে?
আরজি কর-কাণ্ড: ‘বেসুরো’ শাসক ঘনিষ্ঠ কবি সুবোধ! বিলম্বিত সু-বোধ?
Politics: With the passing of CPM leader Sitaram Yechury, questions arise about the future of the Bengal lobby within the party. Will the Kerala lobby gain dominance, and what does this mean for the CPM’s political strategies in West Bengal and beyond?