নয়াদিল্লি: ডিজিট্যাল ক্ষেত্রে এবার থেকে প্যান কার্ডই হবে মূল পরিচয়পত্র। বাজেট বক্তৃতায় জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।ব্যবসায়ীদের বিভিন্ন ক্ষেত্রে কেওয়াইসির জন্য সাধারণ পরিচয়পত্র হবে প্যান কার্ড।
আরও পড়ুন- চাঙ্গা শেয়ার বাজার, বাজেট পেশের পরেই বড় প্রভাব
এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, এখন থেকে ব্যবসায়িক সংস্থাগুলির জন্য সমস্ত সরকারি সংস্থার ডিজিটাল লেনদেনের জন্য প্যান কার্ডকেই সাধারণ পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা হবে৷
শুধু ব্যবসায়ী নয়, সাধারণ নাগরিকদের জন্যেও কেওয়াইসির প্রক্রিয়ায় সরলিকরণ করার কথা উল্লেখ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বুধবার পূর্ণাঙ্গ সাধারণ বাজেট পেশ করার সময় কেওয়াইসি নীতির সরলিকরণের প্রস্তাব দেন নির্মলা। কেওয়াইসি সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ডিজিলকারকে ব্যবহার করার কথাও উল্লেখ করেন তিনি৷ পরিচয়পত্র নকল করার ঝুঁকি এড়াতে এই বিশেষ উদ্যোগ বলে মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>