‘শেখ শাহজাহান বলছি, ইডি-সিবিআইকে ভয় পাবেন না!’ গোপন ডেরা থেকে অডিও টেপ নিখোঁজ নেতার

‘শেখ শাহজাহান বলছি, ইডি-সিবিআইকে ভয় পাবেন না!’ গোপন ডেরা থেকে অডিও টেপ নিখোঁজ নেতার

cbi-searching-for-shahjahan-sheikhs-mobile

Sheikh Shahjahan

কলকাতা: সন্দেশখালিকাণ্ডে রাজ্যজুড়ে হইচই-এর মধ্যেই একটি অডিয়োবার্তা ঘিরে জল্পনা তুঙ্গে। মনে করা হচ্ছে, ওই অডিয়োবার্তায় যে কণ্ঠ শোনা গিয়েছে তা সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের! নবাবী কায়দায় বলছেন, “আমি শেখ শাহজাহান বলছি। দোষ করলে মাথা কেটে ফেলুন!”  (Sheikh Shahjahan)

শনিবার বিকেলে গোপন ডেরা থেকে অনুগামীদের উদ্দেশে এই অডিও টেপ পাঠালেন তৃণমূল নেতা। নিজেকে শাহজাহান বলে পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘‘মৃত্যু একদিন হবেই, তা হলে এখন থেকে ভয় পেও না, ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হবে…’’ গ্রামবাসী এবং দলের সমস্ত পদাধিকারীর উদ্দেশে তাঁর বার্তা,‘‘আমার অঞ্চলের সভাপতি যাঁরা আছেন, যুব সভাপতি যাঁরা আছেন, তৃণমূল কংগ্রেসের সৈনিক যাঁরা আছেন, সবার কাছে আমার অনুরোধ— এই সব সিবিআই, ইডিকে নিয়ে কোনও ভয় নেই। শুভবুদ্ধিসম্পন্ন মানুষ তোমরা বুঝতে পারছ, এটা একটা ষড়যন্ত্র। রাজনৈতিক ষড়যন্ত্র।’’ তিনি এও বলেন, কেউ তাঁকে দমাতে চাইলেও পারবে না৷ তাঁর সাফ কথা, ‘‘ওরা আমাকে দমাতে পারলে মনে করছে সন্দেশখালিতে তৃণমূলকে দুমড়ে দিতে পারবে।’’ ওই ব্যক্তি আরও বলেন, ‘‘ভয় পাওয়ার কিছু নেই। আমার মতো হাজার হাজার শেখ শাহজাহান আছে। আর তোমরা তৃণমূলের সৈনিক। যে ভাবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার, আপনার পরিবারের জন্য করেছেন, তা অস্বীকার করার কোনও উপায় নেই।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *