বাকিবুরের রাইস মিলের কাছে মিলল আধ পোড়া কাগজ! প্রমাণ লোপাটের চেষ্টা?

বাকিবুরের রাইস মিলের কাছে মিলল আধ পোড়া কাগজ! প্রমাণ লোপাটের চেষ্টা?

4466980fe046ceed8ae4c01bf299a3c1

কলকাতা: রেশন বণ্টন দুর্নীতি মামালায় ইতিমধ্যেই ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন বাকিবুর রহমান। আপাতত জেল হেফাজতে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এই ব্যবসায়ী৷ এরই মধ্যে নদিয়ার শিমুলিয়ায় বাকিবুরের রাইস মিলের সামনে থেকে উদ্ধার হল বেশ কিছু পোড়া কাগজ। তবে কি তথ্য-প্রমাণ লোপাট করতেই পুড়িয়ে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ নথি? 

বাকিবুরের রাইস মিলে ইডি হানা দেওয়ার আগে হানা দিয়েছিল আয়কর দফতরের আধিকারিকরা। তাঁরাও বেশ কিছু নথিপত্র হাতে পায়৷ ইডি হানা দেওয়ার পর গ্রেফতার হন বাকিবুর৷ রবিবার শিমুলিয়ায় অবস্থিত বাকিবুরের রাইস মিলের সামনে কিছু পোড়া কাগজ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পোড়া কাগজগুলিতে কী লেখা ছিল তা স্পষ্ট বোঝা না গেলেও, কাগজগুলি যে খাদ্য দফতরেরই কোনও নথি বা চালান, তা স্পষ্ট। স্থানীয়দের দাবি, ইডি আধিকারিকদের হাত  পৌঁছনোর আগেই গুরুত্বপূর্ণ নথি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *