নয়াদিল্লি: ফের অসুস্থ সোনিয়া গান্ধী৷ শুক্রবার দিল্লির শ্রী গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হল তাঁকে। জ্বর রয়েছে তাঁর৷ তাঁর বুকে সংক্রমণও রয়েছে কংগ্রেসের প্রাক্তন সভাপতির৷
আরও পড়ুন-নির্বাচন কমিশনার নিয়োগে ঐতিহাসিক রায়, কেন প্যানেল তৈরি করল সুপ্রিম কোর্ট? কী ছিল আগের নিয়ম?
তবে সোনিয়ার অবস্থা আপাতত স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর। তবে বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা করানো হয়েছে তাঁর। কংগ্রেস নেত্রীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। চলতি বছর জানুয়ারি মাসেও শ্বাসযন্ত্রে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সনিয়া। তিন মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার হাসপাতালে ভর্তি করাতে হল তাঁকে।
শ্রী গঙ্গা রাম হাসপাতালের চেস্ট ফিজিশিয়ান ডা. অরূপ বসুর তত্ত্বাবধানে চিকিৎসা চলছে সোনিয়ার। তাঁর ব্রঙ্কাইটিসের সমস্যা দেখা দিয়েছে বলে খবর।ভারত জোড়ো অভিযান চলার মাঝেও হাসপাতালে ভর্তি করতে হয়েছিল সোনিয়াকে। সে সময়ও তাঁকে দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যদিও সেটি রুটিন চেক আপ ছিল বলেই জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তাঁর বয়সের কথা মাথায় রেখে বিশেষ নজর দিয়েছিলেন চিকিৎসকরা।
অন্যদিকে, কংগ্রেসের ৮৫তম প্লেনারি অধিবেশন চলাকালীনই খবর ছড়ায় এবার নাকি রাজনীতি থেকে অবসর নিতে চলেছেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। দলীয় সমাবেশে ভাষণের পর তাঁর মন্তব্য ঘিরেও জল্পনা মাথাচাড়া দেয়। প্লেনারিতে তিনি বলেছিলেন, “ভারত জোড়ো যাত্রার মাধ্যমে আমার যাত্রাও শেষ হতে পারে। এই যাত্রা শেষই আমাকে সবচেয়ে বেশি তৃপ্ত করবে।” যদিও পরে দলের পক্ষ থেকে জয়রাম রমেশ জানান, এখন কোনওভাবেই অবসর নেবেন না সোনিয়া৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>