বেঙ্গালুরু থেকে ফেরার পথে বিপত্তি, ভোপালে জরুরি অবতরণ সোনিয়া-রাহুলের বিমানের

বেঙ্গালুরু থেকে ফেরার পথে বিপত্তি, ভোপালে জরুরি অবতরণ সোনিয়া-রাহুলের বিমানের

 কলকাতা: বিরোধী জোটের বৈঠক সেরে বেঙ্গালুরু থেকে দিল্লি ফেরার পথে বিপত্তি৷ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ল কংগ্রেসের চেয়ার পার্সন সোনিয়া গান্ধী এবং প্রাক্তন সাংসদ রাহুল গান্ধীর বিমান। খারাপ আবহাওয়ার কারণে ঝুঁকি নিতে চাননি চালক৷ ভোপালে জরুরি অবতরণ করান বিমান৷

জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধে ৭টা ৪০ নাগাদ ভোপালে জরুরি অবতরণ করে সোনিয়া ও রাহুলের বিমানটি। প্রবল বৃষ্টির কারণে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরিস্থিতি বুঝে আর কোনও ঝুঁকি নেননি পাইলট। জরুরি অবতরণের পর ভোপাল বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে অপেক্ষা করেন দুই কংগ্রেস সুপ্রিমো। এর পর রাত সাড়ে নটা নাগাদ ভোপাল থেকে দিল্লিগামী ইন্ডিগোর বিশেষ বিমানের ব্যবস্থা করা হয় তাঁদের জন্য৷ ওই বিমানে চেপে রাতেই দিল্লি পৌঁছন মা ও ছেলে৷ 

সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দর যাওয়ার পথে প্রবল ঝড়বৃষ্টির জেরে মাঝ আকাশে কাঁপতে থাকে তাঁর কপ্টার। বিপদ বুঝেই পথ ঘুরিয়ে সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করেন পাইলট।  বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান মুখ্যমন্ত্রী। তবে পায়ে ও কোমরে চোট পান তিনি। পরে অস্ত্রপচারও করতে হয় তাঁকে। এখন খানিকটা সুস্থ৷ অভিষেককে সঙ্গে নিয়ে সোমবার যোগ দেন বেঙ্গালুরুরতে আয়োজিত বিরোধী জোটের বৈঠকে। সেই বৈঠক সেরে ফেরার পথেই এবার প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে রাহুল ও সোনিয়ার বিমান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *